ডেমরায় পাটকল শ্রমিকদের অবরোধ, দুর্ভোগে যাত্রীরা

|

বকেয়া বেতনসহ ৯ দফা দাবিতে ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করছে রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকরা। এতে বন্ধ হয়ে গেছে যান চলাচল।

সকাল ৬টা থেকে সড়কে নেমে বিক্ষোভ শুরু করে লতিফ বাওয়ানি ও করিম জুট মিলের শ্রমিকরা। এতে যান চলাচল বন্ধ হলে চরম দুর্ভোগে পরে সাধারণ যাত্রীরা। শ্রমিকরা বলছেন, ২৫ এপ্রিলের মধ্যে বকেয়া মজুরি পরিশোধ না করায় সড়ক অবরোধ করেছেন তারা। বকেয়া পরিশোধ না হওয়া পর্যন্ত তাদের বিক্ষোভ চলবে বলে জানান। আজ বিকাল ৫টা পর্যন্ত সড়ক অবরোধ থাকবে বলেও জানান শ্রমকিরা।

অপরদিকে বকেয়া পরিশোধ ও মজুরি কমিশন বাস্তবায়নের দাবিতে তৃতীয় দিনের মতো উৎপাদন বন্ধ রেখেছেন খুলনার রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিকরা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply