ইরান-ইরাক সীমান্তে ভূমিকম্পে নিহতের সংখ্যা ৪৭২

|

ইরান-ইরাক সীমান্তে শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ৪৭২ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে দেশদু’টি। আহত হয়েছে ৭ হাজারের বেশি। ধ্বংসস্তুপের নীচ থেকে জীবিতদের সন্ধানে চলছে উদ্ধার কাজ।

বছরের সবচেয়ে শক্তিশালী এ ভূমিকম্পে ধ্বংসস্তুপে পরিণত হয়েছে সীমান্তবর্তী এলাকাগুলো। তবে, ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতির মুখে সীমান্ত থেকে ১৫ কিলোমিটার দূরের সারপোল ই জাহাব। ভূ-কম্পনে গুড়িয়ে গেছে অনেক ঘরবাড়ি। বন্ধ রয়েছে পানি ও বিদ্যুৎ সরবরাহ। খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছেন ৭০ হাজারের বেশি মানুষ।

এদিকে, ইরাকে প্রাণ গেছে ৯ জনের। আফটার শকের কারণে ব্যাহত  হচ্ছে উদ্ধার কাজ। রোববার, স্থানীয় সময় রাত ৯ টার দিকে শক্তিশালী ৭ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানে কুর্দিস্তানের পেনজিন এলাকায়।

যমুনা অনলাইন: আরএএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply