আফগানিস্তানে মার্কিন সাহায্য সংস্থার কার্যালয়ে তালেবানের হামলা

|

আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি মার্কিন সাহায্য সংস্থার কার্যালয়ে হামলা চালিয়েছে তালেবানরা। এতে প্রাণ যায় চার বেসামরিক নাগরিকের; পাল্টা অভিযানে মারা পড়ে পাঁচ হামলাকারী।

বুধবারের এ হামলায় আহত হয়েছে আরও ২৫ জন। জানা যায়, কাউন্টারপার্ট ইন্টারন্যাশনাল নামের একটি বেসরকারি সংস্থার কার্যালয়ের প্রবেশ পথে প্রথমে একটি গাড়ি বোমার বিস্ফোরণ ঘটায় হামলাকারীরা। নিহত হয় চারজন। বিস্ফোরণের তীব্রতায় আশপাশের বহু ভবনের জানালার কাঁচ ভেঙে যায়।

এসময় এলাকাটির বিভিন্ন ভবন থেকে প্রায় ২শ’ মানুষকে সরিয়ে নেয় আফগান নিরাপত্তা বাহিনী। পরে বিশেষ বাহিনীর প্রায় ছয় ঘন্টার অভিযানে মারা যায় হামলাকারীদের সবাই। হামলার তীব্র নিন্দা জানিয়েছেন আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি এবং জাতিসংঘ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply