ভেনেজুয়েলায় অভ্যুত্থানে জড়ানোর দায়ে সংসদীয় উপনেতা আটক

|

ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেতা ও স্বঘোষিত প্রেসিডেন্ট হুয়ান গুয়াইদোর সহকারী ও দেশটির সংসদীয় উপনেতা এডগার জামব্রানোকে গ্রেফতার করেছে দেশটির গোয়েন্দা বাহিনী।

দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে সামরিক অভ্যুত্থান প্রচেষ্টার পর এটিই সর্বপ্রথম কোন বিরোধী নেতা গ্রেফতারের ঘটনা।

মি. জামব্রানো ও সংসদের ছয় জন কর্মকর্তা গত সপ্তাহের ব্যর্থ সামরিক অভ্যুত্থানের সাথে জড়িত ভেনেজুয়েলার সুপ্রিম কোর্টের এমন রায়ের একদিন পরই এ গ্রেফতারের ঘটনা ঘটলো।

ডেমোক্রেটিক এ্যাকশন পার্টির নেতা কার্লস প্রসপেরি বলেন, সেবিন (ভেনেজুয়েলার গোয়েন্দা বাহিনী) এজেন্টরা জামব্রানো কে গ্রেফতারের আগে কারাকাসের কাছে আমরা একটি দলীয় বৈঠকে ছিলাম। তারা সেখানে আসে এবং জামব্রানের গাড়ি ঘিরে ফেলে তারপর তাকে নামতে বলে। জামব্রান নামতে রাজি না হলে তারা একটি ট্রাকের মাধ্যমে জামব্রানোর গাড়ি সহ তাকে টেনে নিয়ে যায়।

প্রসপেরি আরো বলেন, আমরা ধারণা করছি তাকে কুখ্যাত এল হেলিকোডে কারাগারে নিয়ে যাওয়া হয়েছে। তিনি বলেন, আমরা জামব্রানোর শারীরিক অবস্থা সম্পর্কে কিছুই জানিনা আর তার সাথে বর্তমানে কি আচরণ করা হচ্ছে তাও জানিনা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply