মেহেরপুরে ধর্ষণ ও এসিড নিক্ষেপ মামলার আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

|

মেহেরপুরের গাংনী উপজেলায় ধর্ষণ ও এসিড নিক্ষেপ মামলার আসামি ইয়াকুব আলী কাজল (২৬) পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন।

শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে ইউনিয়নের গাঁড়াডোব মাঠে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান, দুই রাউন্ড কার্তুজ ও একটি রামদা উদ্ধার করা হয়েছে।

কাজল উপজেলার ধানখোলা ইউনিয়নের গাঁড়াডোব গ্রামের জালাল উদ্দীন ওরফে হাবুর ছেলে। সে গাংনী ‍উপজেলায় স্কুলছাত্রী ধর্ষণ ও গৃহবধূকে এসিড নিক্ষেপ মামলার আসামি। এছাড়া কাজল একই গ্রামের এক স্কুলছাত্রী ধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামি।

পুলিশের দাবি, ধর্ষণ এবং এসিড নিক্ষেপ মামলার আসামি ইয়াকুবকে নিয়ে অস্ত্র উদ্ধারে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি ছোঁড়ে তার সহযোগীরা। এসময় পুলিশও পাল্টা গুলি ছোঁড়ে। ‘বন্দুকযুদ্ধে’র একপর্যায়ে গুলিবিদ্ধ ইয়াকুব আলী ওরফে কাজলকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। সেখানে ইয়াকুবকে মৃত ঘোষণা করে কর্তব্যরত চিকিৎসক। এ ঘটনায় আহত হয়েছেন পুলিশের চার সদস্য। ঘটনাস্থল থেকে অস্ত্র উদ্ধারের দাবি করা হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply