ভারতীয় বিমান বাহিনীতে যুক্ত হতে যাচ্ছে এ্যাপাচি কপ্টার

|

নিজেদের সক্ষমতা বাড়ানোর জন্য এবার প্রথমবারের মতো ভারতীয় বিমান বাহিনীতে যুক্ত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের তৈরি এ্যাপাচি এ্যাটাক হেলিকপ্টার।

শনিবার যুক্তরাষ্ট্রের এরিজোয়ানায় ভারতীয় বিমান বাহিনীর এয়ার মার্শাল এএস বৌতলা যুক্তরাষ্ট্রের কাছ থেকে প্রথম হেলিকপ্টারটি গ্রহণ করেন।

ভারতীয় ইনফরমেশন ইনিস্টিটিউটের দেয়া তথ্য মতে, এই হেলিকপ্টারগুলো ভারতীয় বিমান বাহিনীর চাহিদা মোতাবেক সুবিধা যুক্ত করে তৈরি করা হচ্ছে যাতে এগুলো পাহাড়ী এলাকায়ও যুদ্ধের জন্য ব্যবহৃত হতে পারে। এছাড়াও এগুলো আকাশ থেকে আকাশে এবং আকাশ থেকে ভূমিতে আক্রমেণের জন্য ব্যবহৃত হবে। যুদ্ধক্ষেত্রের ছবি ও নানা দিক বিশ্লেষণেও ব্যবহৃত হবে এইসব হেলিকপ্টার।

এরইমধ্যে ভারতীয় বিমান বাহিনীর ক্রু ও পাইলটরা যুক্তরাষ্ট্রের আলাবামার রকার ঘাটিতে এ্যাপাচি চালনার প্রশিক্ষণ গ্রহণ করছেন।

বিমান বাহিনীর জন্য কেনা এসব এ্যাপাচি এএইচ-৬৪ই মডেলের হেলিকপ্টারের প্রথম চালান এই বছরের জুলাইয়ে ভারতীয় বিমান বাহিনীর হাতে এসে পৌছাবে। একইসাথে, দেশটির সরকার ভারতীয় সেনাবাহিনীর জন্যও ৬ টি এ্যাপাচি ক্রয়ের জন্য ৪ হাজার ১৬৪ কোটি টাকা বরাদ্দ করে।

এরআগে ২০১৫ সালে এরকম ২২টি হেলিকপ্টারের জন্য যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি করে ভারত সরকার।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply