রাজধানীতে বাজার ও সুপারশপে অভিযান

|

নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি রোধে রাজধানীর বেশ কয়েকটি বাজার ও সুপারশপে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সকালে রাজধানীর পল্লবী, মিরপুর ও কামরাঙ্গীচরে মোট ৬টি টিম অভিযান চালায়। মিরপুরে, মাংসের দাম বেশি রাখায় চারটি দোকানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। বেশ কয়েকটি সুপার শপেও অভিযান চালায় সংস্থাটি। এসময় বেশী দামে পণ্য বিক্রি করায় মিরপুরের জি মার্ট সুপার শপ ও প্রিন্স বাজার সুপার শপকে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়। রমজান মাস জুড়েই তাদের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply