ভারতে লোকসভা নির্বাচনের ৬ষ্ঠ ধাপের ভোটগ্রহণ আজ

|

ভারতে ১৭তম লোকসভা নির্বাচনের ষষ্ঠ ধাপে ভোটগ্রহণ আজ। রোববার ভোট হচ্ছে কেন্দ্রশাসিত দিল্লিসহ সাত রাজ্যের ৫৯ আসনে।

৯৭৯ জন প্রার্থীর মধ্য থেকে জনপ্রতিনিধি বাছাইয়ে ভোটাধিকার প্রয়োগ করবেন ১০ কোটি মানুষ। এক লাখ ১৩ হাজার ভোটকেন্দ্রে যাবতীয় প্রস্তুতি গ্রহণ সম্পন্ন হয়েছে একদিন আগেই। রাজধানী দিল্লির সাত আসনের সবগুলোতে ভোট হবে এই একদিনেই। এখানে লড়ছেন ১৬৪ জন প্রার্থী।

ষষ্ঠ ধাপের ভোটে সবচেয়ে বেশিসংখ্যক প্রার্থী লড়ছেন হরিয়ানায়। রাজ্যের ১০ আসনের সবগুলোতে একদিনের ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২২৩ জন প্রার্থী। এছাড়া সবচেয়ে বেশি আসনে ভোট হবে উত্তর প্রদেশে। একযোগে ভোটগ্রহণ শুরু হয় স্থানীয় সময় সকাল ৭টার দিকে। বেশিরভাগ রাজ্যে ভোটগ্রহণ চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এছাড়া বিহার, ঝাড়খন্ড, দিল্লিতে ৪টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply