ম্যানচেস্টার সিটির ঘরেই উঠলো ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা

|

লিভারপুল নয় শেষ পর্যন্ত ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জিতলো ম্যানচেস্টার সিটি। এরফলে টানা দ্বিতীয় আর লিগে মোট ষষ্ঠ শিরোপা ঘরে তুললো সিটিজেনরা।

ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটির এই আনন্দ টানা দ্বিতীয়বারের। ইপিএলের ইতিহাসে গত দশ বছরে তারাই একমাত্র দল যারা শিরোপা ধরে রাখতে পারেছে।

ফাইনাল রাউন্ডে টাইটেল রেসে ছিলো দুই দল ম্যান সিটি আর লিভারপুল। যেখানে ঠিকই জয় তুলে নিয়েছে দুদল। কিন্তু ১ পয়েন্টে এগিয়ে থেকে শিরোপা ধরে রাখে পেপ গার্দিওলার দল।

দুটি দলেই জয়ের বাশী বেজেছে। কিন্তু অর্জনের তৃপ্ত নয় লিভারপুল, পিনপতন নিরবতা আর শুধুই খেলা শেষের আনুষ্ঠানিকতা অ্যানফিল্ডে। তবে ততক্ষনে ব্রাইটনের মাঠটাই যেন ইত্তিহাদের আকাশী রংয়ে সেজেছে। উল্লাস, উত্তেজনা আর প্রশান্তির ছায়া নেমে সিটিজেন শিবিরি। তারা যে যুদ্ধজয়ী সেনা, বিজয়ের কান্ডারি। সর্বপরি তারা চ্যাম্পিয়ন।

গল্পের শুরু অবশ্য শঙ্কা আর সম্ভাবনায়। শিরোপার দৌড়ে থাকা দুদল ম্যানচেস্টার সিটি থেকে লিভারপুল ১ পয়েন্টে পিছিয়ে। ভক্তদের দুদলের ভক্তদেরই নিজের খেলার দেখার পাশাপাশি নজড় রাখতে হয়েছিলো অন্য ম্যাচের দিকেও।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply