‘রাজনৈতিক সংকট সমাধানে সংলাপ জরুরি’

|

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে বিরাজমান রাজনৈতিক পরিস্থিতি সমাধানে সরকারের উচিত সংলাপের আয়োজন করা।

আজ দুপুরে ঠাকুরগাঁও সদরে বন্যা দুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণের পর সাংবাদিকদের সাথে আলাপকালে ফখরুল আরও বলেন, আওয়ামী লীগের ইতিহাস আদালতের রায় না মানার ইতিহাস। কোনো রায় তাদের মনমতো না হলে তারা সেটি মানতে চায়না। ষোড়শ সংশোধনী রায় নিয়েও সরকারি দল নাটক শুরু করেছে বলে অভিযোগ করেন তিনি।

বর্তমান বন্যা পরিস্থিতি নিয়ে মির্জা ফখরুল বলেন, ভারতের দিক থেকে যে নদীগুলো বাংলাদেশে এসেছে, সে বাঁধগুলোর গেট খুলে দেয়ায় উত্তরাঞ্চলে হঠাৎ করেই পানি বৃদ্ধি পেয়েছে। কিন্তু বন্যা মোকাবেলা করার জন্য এখন পর্যন্ত সরকারের তেমন কোন উদ্বোগ চোখে পড়ছেনা।

ঠাকুরগাঁও সদর উপজেলার বন্যা দুর্গত মুন্সিপাড়া, খালপাড়া, কলেজপাড়া ও সেনুয়াপাড়া পরিদর্শনকালে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল, ডাল, সবজি ও মোমবাতি বিতরণ করেন বিএনপির এই নেতা।

/কিউএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply