না ফেরার দেশে কবি হায়াৎ সাইফ

|

একুশে পদকপ্রাপ্ত কবি ও অনুবাদক হায়াৎ সাইফ এর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত রাত সোয়া ১২টার সময় তিনি রাজধানীর ইউনাইটেট হাসপাতালে ইন্তেকাল করেছেন ।

না ফেরার দেশে পাড়ি জমালেন একুশে পদকপ্রাপ্ত ষাট দশকের খ্যাতিমান কবি ও অনুবাদক হায়াৎ সাইফ। গতকাল রাত ১২টায় রাজধানীর ইউনাইটেট হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।

হায়াৎ সাইফ বাংলাদেশ স্কাউটসের সাবেক জাতীয় কমিশনার, জনসংযোগ ও প্রকাশনা এবং আন্তর্জাতিক ইউনিয়ন অব মুসলিম স্কাউটসের ভাইস প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

খ্যাতিমান এই কবি ১৯৪২ সালের ১৬ ডিসেম্বর ঢাকায় জন্মগ্রহণ করেন। স্কুল জীবন থেকেই লেখালেখি করতেন তিনি। তার প্রথম কবিতা ১৯৬২ সালে ‘মাসিক সমকাল’- এ প্রকাশ পায়। ইংরেজি সাহিত্যে এমএ পাস করার পর তিনি পাকিস্তান রেডিওতে সংবাদ পাঠ ও অনুষ্ঠান উপস্থাপনা করেন। পরে সিভিল সার্ভিসে যোগ দেন। ১৯৯৯ সালে তিনি সরকারি চাকরি থকে অবসরে যান।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply