জোড়া শিশু তোফা-তহুরাকে আলাদা করা হয়েছে

|

সফল অস্ত্রোপচারের মাধ্যমে গাইবান্ধার জোড়া শিশু তোফা-তহুরাকে আলাদা করা সম্ভব হয়েছে।

সফল অস্ত্রোপচারের মাধ্যমে গাইবান্ধার জোড়া শিশু তোফা-তহুরাকে আলাদা করা সম্ভব হয়েছে। ঢাকা মেডিকেলের শিশু সার্জারি বিভাগের অধ্যাপক কানিজ হাসিনা শিউলি এই তথ্য জানিয়েছেন।

বিকালে গণমাধ্যম কর্মীদের তিনি জানান, শিশু দুটির অবস্থা স্থিতিশীল রয়েছে। অপারেশনে সময় লেগেছে প্রায় সাড়ে ৬ ঘণ্টা। এখন তাদের নীবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। এরআগে, ঢাকা মেডিকেলের নিউরোসার্জারি বিভাগে শিশু দুটির অপারেশন প্রক্রিয়া শুরু হয় সকাল ৮টার দিকে। ১৬-১৭ জনের বিশেষজ্ঞ টিম শিশু দুটির শরীরে অস্ত্রোপচার শুরু করে। গত বছর ২৯ সেপ্টেম্বর গাইবান্ধার সুন্দরগঞ্জ রাজু-সাহিদার ঘরে জন্ম নেয় জোড়া কন্যা সন্তান তোফা ও তহুরা।

যমুনা অনলাইন: টিএফ

 


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply