রাজধানীতে চার প্রতিষ্ঠানকে এক লাখ ৫০ হাজার টাকা জরিমানা

|

রাজধানীর আরামবাগ ও ফকিরাপুল এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য রাখায় চার প্রতিষ্ঠানকে এক লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
দুপুর থেকে ভ্রাম্যমান আদালতের এই পরিচালনা করছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ। অভিযানে নেতৃত্ব দিচ্ছেন ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেন, একই সাথে ফ্রিজে পঁচা খাবার ও রান্না খাবার ফ্রিজে রাখার অবরাধে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। একই সাথে নিরাপদ খাদ্য নিশ্চিতে শুধু রমজান নয়; সারা বছরব্যাপি অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, ভ্রাম্যমাণ আদালত একই সাথে বিভিন্ন বিষয়ে ব্যবসায়ীদের সচেতন ও হুঁশিয়ার করছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply