তথ্যপ্রযুক্তির আইনে লেখক ইমতিয়াজ মাহমুদকে গ্রেফতার

|

তথ্যপ্রযুক্তির আইনের একটি মামলায় লেখক ও আইনজীবী ব্যারিস্টার ইমতিয়াজ মাহমুদকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে রাজধানীর বনানী থেকে তাকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন বনানী থানার ওসি বিএম ফরমান আলী।

তিনি বলেন, খাগড়াছড়ির সদর থানায় ২০১৭ সালে করা তথ্যপ্রযুক্তি আইনের একটি মামলায় তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

ওসি বলেন, আমাদের কাছে তার নামে একটি ওয়ারেন্ট এসেছিল। আমরা শুধু ওয়ারেন্ট তামিল করে দিয়েছি।

২০১৭ সালের ১৭ জুলাই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সাম্প্রদায়িক উসকানি দেয়ার অভিযোগে শফিকুল ইসলাম নামে এক ব্যক্তি ইমতিয়াজ মাহমুদের নামে তথ্যপ্রযুক্তি আইনের ৫৭/২ ধারায় একটি মামলা করেন।

ইমতিয়াজ মাহমুদের ভাই পারভেজ বলেন, কেন তাকে গ্রেফতার করা হয়েছে আমরা এখনও জানি না। আমরা কোর্টে আছি, কাগজপত্র হাতে পেলে বিস্তারিত বলতে পারবো।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply