ছাত্রলীগের নতুন কমিটির অভিযুক্ত ১৭ জনকে নির্দোষ প্রমাণের জন্য ২৪ ঘণ্টা

|

সদ্য ঘোষিত নতুন কমিটির অভিযুক্ত ১৭ জনকে নির্দোষ প্রমাণের ২৪ ঘণ্টা সময় দিয়েছে ছাত্রলীগ। রাতে ধানমন্ডিতে আওয়ামী সভাপতির কার্যালয়ে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান সংগঠনটির সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন।

তিনি বলেন, এই সময়ের মধ্যে নিজেদের নির্দোষ প্রমাণ করতে না পারলে তাদের পদ শূন্য ঘোষণা করা হবে।

এর আগে ছাত্রলীগ সাধারণ সম্পাদক গোলাম রব্বানী বলেন, একে একে ১৭ জনের নাম উল্লেখ করে তাদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলো তুলে ধরেন। তিনি বলেন, প্রতিবাদের নামে যারা সংগঠনের বদনাম করছে তারা বিশেষ কারো উদ্দেশ্য পূরণ করছে। যাদের বিরুদ্ধে সংগঠনের শৃঙ্খলাভঙ্গের অভিযোগ রয়েছে তাদেরকে কোনোভাবেই ছাড় দেয়া হবে না।

বুধবার দুপুরে ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদককে গণভবনে ডাকেন আওয়ামী লীগ সভানেত্রী- প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি সংগঠনের নীতিমালার সঙ্গে সাংঘর্ষিক কাউকে কমিটিতে পদ দেওয়া হলে তদন্ত সাপেক্ষে তাদেরকে বাদ দেয়ার নির্দেশ দেন তিনি। পাশাপাশি কমিটি ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশৃঙ্খল পরিস্থিতির জন্য ক্ষোভ প্রকাশ করেন প্রধানমন্ত্রী।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply