১৭ জন নয়, কমিটিতে ৯৯ জন বিতর্কিত-দাবি ছাত্রলীগের পদবঞ্চিতদের

|

১৭ জন নয়, ৩০১ সদস্যের ছাত্রলীগের কমিটিতে ৯৯ জন বিতর্কিত লোক আছে বলে দাবি করেছেন ছাত্রলীগের পদবঞ্চিত নেতা সাবেক প্রচার সম্পাদক সাইফ বাবু। আজ দুপুরে মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন তিনি।

এর আগে, গতকাল রাতে ছাত্রলীগের সভাপতি রেজোয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী ধানমন্ডির আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কমিটিতে ১৭ জন বিতর্কিত আছে বলে জানান। ওই সময় তারা বিতর্কিত ১৭ জনকে নির্দোষ প্রমাণ করার জন্য ২৪ ঘণ্টা সময় বেধে দেন।

পদবঞ্চিতদের সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সাইফ বাবু আরো বলেন, নতুন কমিটি যে বিতর্কিত, এই ১৭ জনের মাধ্যমে তা প্রমাণিত হয়েছে। আন্দোলনকারীদের ভয়ভীতি দেখানো হচ্ছে বলেও অভিযোগ করেন সাইফু বাবু।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কমিটি পুনর্গঠনের নির্দেশ দিয়েছেন। এতে আমরা আনন্দিত হয়ে এখানে উপস্থিত হয়েছি। প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হবে। নির্দেশ অমান্য করলে শক্ত জবাব দেওয়া হবে। বঙ্গবন্ধুর আর্দশের একজন সৈনিকও বেঁচে থাকতে ছাত্রলীগের কেউ ক্ষতি করতে পারবে না বলেও উল্লেখ করেন তিনি।

সংবাদ সম্মেলনে প্রায় শতাধিক পদবঞ্চিত নেতা উপস্থিত ছিলেন।

পদবঞ্চিতদের পক্ষ থেকে সরবরাহ করা বিতর্কিতরা হল- ১। তানজিল ভুইয়া তানভীর ( সহ সভাপতি ) বয়স উত্তীর্ণ ও ঠিকাদারী ব্যবসায় জড়িত । সম্মেলন এর সময় তার বয়স ২৯ বৎসর ০৬ মাস ১৭দিন ২ । রেজাউল করিম সুমন ( সহ সভাপতি ) চাকুরীজিবী ও মাদকাসক্ত । ৩ । আরিফিন সিদ্দিকি সুজন ( সহ সভাপতি ) মাদক ব্যবসায়ী , সূর্যসেন হলের তার নিজ কক্ষ ৩১৫ রুম থেকে হল প্রভােষ্টের উপস্থিতিতে মাদক উদ্ধার করা হয় । এবং রুম সিলগালা করে হয় । তার পিতা মাদারীপুর এর পচিখোলা ইউনিয়নের জামাতের আমির ছিল । । ৪ । আতিকুর রহমান খান ( সহ সভাপতি ) মাদকাসক্ত , মাদক ও অস্ত্র ব্যবসায়ী এবং ক্যাম্পাসের বিভিন্ন ছিনতাইয়ের সাথে সরাসরি জড়িত । দীর্ঘদিন রাজনীতিতে অনুপস্থিত ছিল । ৫ । বরকত হোসেন হাওলাদার ( সহ সভাপতি ) ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিস্কার । ৬ । আবু সালমান প্রধান শাওন ( সহ সভাপতি ) মাদকাসক্ত ও দীর্ঘদিন যাবৎ রাজনীতিতে নিষ্ক্রীয় । ৭ । শাহরীয়ার কবির বিদাৎ ( সহ সভাপতি ) মাদকাসক্ত , মাদকের সাথে জড়িত ও মাদক এর মামলা রয়েছে ।

৮ । ফুয়াদ রহমান খান ( সহ সভাপতি ) বয়স উত্তীর্ণ ও দীর্ঘদিন রাজনীতিতে অনুপস্থিত । ৯ । সাদিক খান ( সহ সভাপতি ) বিবাহিত , মাদকাসক্ত ও দীর্ঘদিন যাবৎ রাজনীতিতে অনুপস্থিত । ১০ । তৌহিদুল ইসলাম চৌধুরী ( সহ সভাপতি ) বিএনপি ও জামাতঘেষা পরিবারের সন্তান । ১১ । এস এম তৌফিকুল হাসান সাগর ( সহ সভাপতি ) পিতা – যুদ্ধাপরাধী । ১২ । তৌহিদুর রহমান হিমেল ( সহ সভাপতি ) ঠিকাদারী ব্যবসায় জড়িত । ১৩ । মাহমুদুল হাসান ( সহ সভাপতি ) জামাত পরিবারের সন্তান । ১৪ । সৃজন ভুইয়া ( সহ সভাপতি ) চাকুরিজীবী , অগ্রনী ব্যাংক লিমিটেড । ১৫ । তৌহিদুর রহমান পরশ ( সহ সভাপতি ) জীবনের প্রথম পদ

১৬ । কামাল খান ( সহ সভাপতি ) কোটা আন্দোলনকারী । ১৭ । আবু সাঈদ সাস্ট ( সহ সভাপতি ) ছাত্রলীগ থেকে আজীবন বহিস্কার এবং শিক্ষককে অপমান করার কারণে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত । ১৮ । খালিদ হাসান নয়ন ( সহ সভাপতি ) বয়স উত্তীর্ণ ও মেডিকেলের প্রশ্নফাসের সাথে জড়িত , ডাকাতি মামলার বর্তমান আসামী । ১৯ । আমিনুল ইসলাম বুলবুল ( সহ সভাপতি ) । হত্যা মামলার চার্জশীটভুক্ত আসামী এবং ৬ টি মামলার আসামী । ২০ । রুহুল আমিন ( সহ সভাপতি ) সাবেক ছাত্রদল নেতা ও বিবাহিত । ২১ । সোহানী হাসান তিথী ( সহ সম্ভাপতি ) একাধিকবার বিবাহিত ২২ । মাহমুদুল হাসান তুষার ( সহ সভাপতি ) । শিবির কর্মী ২৩ । এস এম হাসান আতিক ( সহ সভাপতি ) বিবাহিত / ৩৯তম বিসিএসে সুপারিশ প্রাপ্ত ।

২৪ । সুরঞ্জন ঘোষ ( সহ সভাপতি ) বয়স উত্তীর্ণ ২৫ । জিয়ান আল রশিদ ( সহ সভাপতি ) । ব্যবসায়ী গ্লোব কোম্পানীর পরিচালক । ২৬ । সােহেল রানা ( সহ সভাপতি ) বয়স উত্তীর্ণ / প্রথম পদ । ২৭ । মুনমুন নাহার বৈশাখী ( সহ সভাপতি ) জামাত পরিবারের সন্তান বিবাহিত । ২৮ । তরিকুল ইসলাম ( সহ সভাপতি ) চার্জশীটভুক্ত ০৬টি মামলার আসামী , নিয়ােগ বাণিজ্যের নামে প্রতারণা । ২৯ । প্রদীপ চৌধুরী ( যুগ্ম সাধারণ সম্পাদক ) পহেলা বৈশাখের অনুষ্ঠানে মল চত্তরে আগুন সন্ত্রাসের সাথে জড়িত এবং নকলের দায়ে বিশ্ববিদ্যালয় থেকে ৩ বছরের জন্য বহিষ্কার । ৩০ । মােঃ শাকিল ভুইয়া ( যুগ্ম সাধারণ সম্পাদক ) পিতা – থােকন ভুইয়া , মাদারীপুর পৌর ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক ।

৩১ । মাের্শেদুল হাসান রুপম ( যুগ সাধারণ সম্পাদক ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত ছিল । ৩২ । ফেরদৌস আলম ( সাংগঠনিক সম্পাদক ) । রাজাকার পরিবারের সন্তান , যৌন হয়রানিকারী এবং বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত । ৩৩ । সিজাদ আরেফিন শাওন ( উপ – প্রচার ) বিবাহিত ও সন্তান রয়েছে । ৩৪ । মাহমুদ আব্দুল্লাহ বিন মুন্সি ( উপ – দপ্তর ) কোটা আন্দোলন এর সংগঠক ( বঙ্গবন্ধু হল ) । ৩৫ । সৌরভ নাথ ( উপ – গ্রন্থনা ও প্রকাশনা ) লুবনান থেকে চাঁদাবাজির দায়ে ০৩মাসের সাজাপ্রাপ্ত আসামী । ৩৬ । আফরীন লাবনী ( উপ – সাংস্কৃতিক ) একাধিক বিবাহিত । ৩৭ । ফুয়াদ হাসান ( উপ – আন্তর্জাতিক ) । বয়স উত্তীর্ণ , মাদক ব্যবসায়ী । ৩৮ । রুশী চৌধুরী ( উপ – পাঠাগার ) বিবাহিত

৩৯ । তাজ উদ্দিন ( ধর্ম সম্পাদক ) শিবির এর অর্থ সম্পাদক । ৪০ । মনিরুজ্জামান তরুন ( উপ – গণশিক্ষা ) প্রথম পদ । ৪১ । সালেকুর রহমান শাকিল ( উপ – ত্রান ও দুর্যোগ ) প্রথম পদ ৪২ । ডাঃ শাহজালাল ( উপ – স্বাস্থ ) । প্রথম পদ ও সাবেক শিবির কর্মী , ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের প্রেস রিলিজে আছে । ৪৩ । সালাউদ্দিন জসিম ( উপ – গণযোগাযােগ ) ওয়ারী ওয়ার্ড আওয়ামলীগ এর প্রচার সম্পাদক । বিবাহিত । ৪৪ । সুশােভন অক ( উপ – গণযােগাযােগ ) চাকুরিজীবী । বাংলা ট্রিবিউন পত্রিকার স্টাফ রিপাের্টার । ৪৫ । আসিফ ইকবাল অনিক ( বেসরকারি বিশ্ববিদ্যালয় বিষয়ক সম্পাদক ) বিবাহিত । ৪৬ । মােঃ তুষার ( উপ – বেসরকারী ) প্রথম পদ

৪৭ । রাকিবুল ইসলাম সাকিব ( উপ – বেসরকারি ) বিবাহিত । ৪৮ । শাহরীয়ার মাহমুদ রাজু ( উপ – আপ্যয়ন ) জসিমউদ্দিন হলের ৩২১নং রুম থেকে ইয়াবা সেবনকালে হল প্রােভােস্টের সহায়তায় পুলিশে সােপর্দ । । | ৪৯ । হিরণ ভুইয়া ( উপ – মানব সম্পদ ) ঢাকা কলেজ ছাত্রলীগ থেকে স্থায়ী বহিস্কৃত । ৫০ । এস এম মাসুদুর রহমান মিঠু ( কৃষি সম্পাদক ) বিবাহিত । | ৫১ । অভিমুন্য বিশ্বাস অভি ( উপ – কর্মসংস্থান ) ইউনানী ঔষধ ব্যবসায়ী । ৫২ । জাফর আহমেদ ইমন ( সহ – সম্পাদক ) । ছাত্রদল নেতা , প্রথম পদ । ৫৩ । তানভীর আব্দুল্লাহ ( সহ – সম্পাদক ) ব্যবসায়ী / প্রথম পদ ।

৫৪ । সামিহা সরকার ( সহ – সম্পাদক ) পিতা – গাজিপুর সিটি কর্পেরেশনের বিএনপি মনােনীত ওয়ার্ড কাউন্সিলর , বিবাহিত ৫৫ । ফারজানা ইসলাম রাখি ( সহ – সম্পাদক ) বিবাহিত । । ৬ । তামান্না তাসনিম তমা ( সহ – সম্পাদক ) বিবাহিত / প্রথম পদ । ৫৭ । মােঃ মেহেদী হাসান রাজু ( সহ – সম্পাদক ) এসআই পরিক্ষার প্রক্সি দিতে গিয়ে পুলিশের হাতে আটক এবং সাজাপ্রাপ্ত আসামী । । ৫৮ । আঞ্জুমান আরা অনু ( সহ – সম্পাদক ) । বিবাহিত , প্রশ্নফাঁস জালিয়াতের সাথে জড়িত । ৫৯ । আসিফ রায়হান ( সহ – সম্পাদক ) পিতা – ০৬নং গুপ্তি ইউনিয়ন , চাঁদপুর বিএনপির সভাপতি । ৬০ । শফিকুল ইসলাম কোতয়াল ( সহ – সম্পাদক ) । ১ম পদ ।

৬১ । শেখ আরিজু ( সহ – সম্পাদক ) বিবাহিত । ৬২ । ফয়সাল করিম দাউদ খান ( সদস্য ) ১ম পদ । ৬৩ । আল ইমরান ( উপ – কর্মসংস্থান ) বাবা জামাতের রাজনীতির সাথে জড়িত , প্রথম পদ । ৬৪ । ওয়াহিদুজ্জামান লিখন ( উপ – আন্তর্জাতিক ) ১ম পদ । ৬৫ । সােহেল রানা সান্ত ( সহ – সম্পাদক ) আজীবন বহিস্কার ৬৬ । বেলাল মুন্না ( উপ – মানব ) বিবাহিত ৬৭ । মেসকাত হোসেন ( উপ – প্রশিক্ষন ) । সাংবাদিকদের রুম ভাংচুর করায় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ০২ বৎসর এর জন্য বহিকায় । । ৬৮ । শহিদুল ইসলাম ( সহ – সভাপতি ) সাবেক চাকরিজীবী ও দীর্ঘদিন রাজনীতিতে অনুপস্থিত ।

৬৯ । ফরহাদ হােসেন তপু ( সহ – সভাপতি ) বিবাহিত । ৭০ । তানজীদুল ইসলাম শিমুল ( সহ – সভাপতি ) বিগত চার থেকে পাঁচ বছর ছাত্রলীগের কোন মিছিল মিটিং এ দেখা যায় নি । ৭১ । সােহানুর রহমান সােহান ( সাংগঠনিক সম্পাদক ) । ৫ জানুয়ারী নির্বাচনের পূর্বে ছাত্রদলের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল । মাদকাসক্ত ও মাদক ব্যবসায়ী । ৭২ । আরিফ শেখ ( উপ – প্রচার ) পুলিশের কাছে মাদক সহ আটক । ৭৩ । বায়েজিদ কোতয়াল ( উপ – ক্রিীড়া ) বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ফাঁসের সাথে জড়িত । ৭৪ । মহসিন খন্দকার ( উপ – অর্থ সম্পাদক ) সাধারণ সম্পাদকের বাসার দেখাশোনা করে । ৭৫ । রাকিনুল হক চৌধুরী ( আন্তর্জতিক সম্পাদক ) সভাপতির আপন ভাই । ৭৬ । রনি চৌধুরী ( সহ – সম্পাদক ) মুন্সিগঞ্জ এর কোলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আসিফ হাওলাদার এর হত্যা মামলার আসামী ।

৭৭ । এম সাজ্জাদ হােসেন ( সহ – সভাপতি ) ছাত্রলীগের প্রথম পদ ও বিবাহিত । ৭৮ । এস এম মাহবুবুর রহমান সালেহী ( উপ – আন্তর্জাতিক ) দীর্ঘদিন নিষ্ক্রীয় । ৭৯ । ওমর ফারুখ পাংকু ( ( সহ – সম্পাদক ) বিএনপি পরিবার , আপন চাচা শরীয়তপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক , বাবা শরীয়তপুর সদর উপজেলা যুবদলের সহ – সভাপতি । ৮০ । আলিমুল হক ( সহ – সভাপতি ) পহেলা বৈশাখের কনসার্টে অগ্নি সংযােগকারী । বড় ভাই মঞ্জিল হক শুনই ইউনিয়ন বিএনপির নেতা । ৮১ । মোঃ রাকিব হােসেন ( অর্থ সম্পাদক ) আপন বড় ভাই রাজু আহমেদ সহ – সভাপতি , নড়ীয়া উপজেলা ছাত্রদল । মামা এ্যাডভােকেট হেলাল আকন্দ শরীয়তপুর জেলা বিএনপির যুগ্ম – সাধারণ সম্পাদক । ৮২ । শফিউল ইসলাম সজিব ( উপ – স্বাস্থ্য ) । ৩৯ তম বিসিএসের সহকারী সার্জন হিসেবে সুপারিশ প্রাপ্ত , ছাত্রলীগের প্রথম পদ । ৮৩ । মাজহারুল ইসলাম মিরাজ ( সহ – সভাপতি ) । বিএনপি পরিবারের সন্তান ।

৮৫ । নাজিম উদ্দিন ( সাংগঠনিক সম্পাদক ) । ৫ জানুয়ারী নির্বাচনের পূর্বে ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত থাকার অভিযােগ রয়েছে ৮৬ । রেজাউল করিম ( সহ – সম্পাদক ) । বিবাহিত , বয়স উত্তীর্ণ ও মাদক মামলা আছে । । ৮৭ । ফেরদৌস শাহরিয়ার নিলয় ( উপ – ত্রাণ ও দুর্যোগ সম্পাদক ) বিএনপি পরিবার ৮৮ । নিলায়ন বাপ্পী ( উপ – প্রচার ) বিবাহিত । ৮৯ । মােমিন শাহরিয়ার ( উপ – দপ্তর ) মামলার আসামী । ৯০ । মাজহারুল কবির শয়ন ( উপ – নাট্য বিতৰ্ক ) কোটা আন্দোলনকারী । ৯১ । নাজমুল হুদা সুমন ( উপ – গণযোগাযােগ ও উন্নয়ন ) বিবাহিত ।

৯২ । রবিউল ইসলাম হাসিব মীর ( উপ – কৃষি শিক্ষা ) ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত ছিল বলে অভিযােগ আছে । ৯৩ । ইন্দ্রনীল দেব শর্মা রনি ( সদস্য ) সাবেক চাকুরিজীবী ৯৪ । জাভেদ হােসেন ( পাঠাগার সম্পাদক ) তার বাবা জামাত করে , চাচা কুমিল্লার লাঙ্গল কোট উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক । ৯৫ । ফুয়াদ হােসেন শাহাদাৎ ( আইন সম্পাদক ) বিবাহিত । ৯৬ । সালেকুর রহমান শাকিল ( উপ – ত্রান ও দুর্যোগ ) পিতা – ভুরুঙ্গামারি উপজেলার বিএনপির মৎস বিষয়ক সম্পাদক । ৯৭ । আরিফ হােসেন । বিএনপি পরিবারের সন্তান । ৯৮ । শফিউল ইসলাম সজিব ( উপ – সাস্থ ) বিএনপি পরিবারের সন্তান । ৯৯ । তৌহিদুল ইসলাম জহির ( সহ – সভাপতি ) পিতা – ইদ্রিস চৌধুরী শােভনভন্ডি ইউনিয়ন বিএনপির সহ – সভাপতি । মেজ ভাই গিয়াসউদ্দিন চৌধুরী পুটিয়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক । মাতা শাহনেওয়াজ চৌধুরী ১৯৯১ সালে । জাতীয় নির্বাচনে বিএনপির পুলিং এজেন্ট ছিল ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply