সান্তাহার জংশনে যাত্রা বিরতির দাবিতে মানববন্ধন

|

পঞ্চগড়-ঢাকা রুটে নতুন আন্ত:নগর ট্রেন সান্তাহার জংশনে যাত্রা বিরতির দাবিতে মানববন্ধন করেছে  স্থানীয়রা। দুপুরে সান্তাহার রেল স্টেশন চত্বরে মানববন্ধন পালন করেন তারা। সর্বদলীয় নেতৃবৃন্দদের নিয়ে গঠিত নতুন ট্রেনের যাত্রা বিরতি বাস্তবায়ন কমিটির ব্যানারে কর্মসূচির আয়োজন করা হয়।

এসময় বক্তারা বলেন- সান্তাহার জংশন উত্তরাঞ্চলের বিশেষ করে বগুড়া-নওগাঁর ব্যবসা-ব্যাণিজ্যসহ সব কিছুর সাথেই অঙ্গাঅঙ্গি ভাবে জড়িত ও গুরুত্ব বহন করে। তাই এ রুটে চলাচলকারী প্রতিটি ট্রেনের যাত্রা বিরতি রয়েছে সান্তাহারে। নতুন ট্রেনটির যাত্রা বিরতি না থাকলে বড় একটি জনগোষ্ঠী  রেল সেবা থেকে বঞ্চিত হবে। বাধাগ্রস্ত হবে ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণ। তাই দ্রুত সিদ্ধান্ত নিয়ে সান্তাহারে যাত্রা বিরতির ঘোষণা ও কার্যকর পদক্ষেপের আহ্বান জানান আন্দোলনকারীরা।

দাবি আদায়ে আন্দোলনকারীরা মানববন্ধন পরবর্তী অবরোধসহ ৪ দিনের বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেন। ২৬ মে থেকে নতুন ট্রেনটি চলাচলের উদ্বোধন করার কথা রয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply