জিম্বাবুয়ের ক্ষমতা দখল ‘সেনা অভ্যুত্থান’: আফ্রিকান ইউনিয়ন

|

প্রেসিডেন্টকে গৃহবন্দি করে সেনাদের জিম্বাবুয়ের ক্ষমতা দখলকে অভ্যুত্থান হিসেবেই দেখছে আফ্রিকান ইউনিয়ন। সেইসাথে দ্রুত সাংবিধানকি শাসন ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছে আঞ্চলিক এ জোট।

জোটের প্রধান গিনির প্রেসিডেন্ট আলফা কন্ডে বলেছেন, ক্ষমতা দখল করতেই সেনারা ব্যারাক ছেড়েছে। যদিও সেনাদের ভাষ্য, প্রেসিডেন্ট মুগাবেকে উৎখাত নয়; বরং প্রশাসনের দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযান চালাতেই এ পদক্ষেপ। সাংবিধানিক শাসনতন্ত্র ফিরিয়ে আনতে মুগাবে সরকারকে সব ধরনের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে এইউ। বুধবার, জিম্বাবুয়ের ক্ষমতা নেয়ার কথা জানিয়ে প্রেসিডেন্ট রবার্ট মুগাবেকে গৃহবন্দি করে সেনাবাহিনী। দখলে নেয় রাষ্ট্রীয় টেলিভিশন, পার্লামেন্ট ভবন ও আদালত।

যমুনা অনলাইন/এইচকেএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply