আজ শুভ বুদ্ধ পূর্ণিমা

|

বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা আজ। বৌদ্ধ ধর্ম মতে, এ দিনেই জন্মগ্রহণ, সিদ্ধিলাভ ও মৃত্যুবরণ করেন ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধ।

বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আজ সরকারি ছুটির দিন। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। বাণীতে তারা শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সকল বৌদ্ধ ধর্মাবলম্বীদের মৈত্রীময় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

আজকের দিনটি নানা আনুষ্ঠানিকতা আর ধর্মীয় গাম্ভীর্যে উদযাপন করছেন ভক্তকূল। সকালে বাসাবো বৌদ্ধ মন্দির থেকে বের হয় ‘শান্তি শোভাযাত্রা’। এতে অংশ নেন সংঘ নায়ক শুদ্ধানন্দ মহাথের।

এ শোভাযাত্রার মাধ্যমে জগতের সকল প্রাণির কাছে শান্তির বার্তা পৌঁছে যাবে এমনই প্রত্যাশা ভক্তদের। শোভাযাত্রাটি বাসাবো বৌদ্ধ মন্দির থেকে শুরু হয়ে কমলাপুর স্টেডিয়াম হয়ে আবারো বাসাবো এসে শেষ হয়।

বুদ্ধগণ বুদ্ধ পূজার পাশাপাশি পঞ্চশীল, অষ্টশীল, সূত্রপাঠ, সূত্রশ্রবণ, সমবেত প্রার্থনা করবেন আজ। উৎসবের এ দিনে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় গৌতম বুদ্ধের অহিংস বাণী ছড়িয়ে দেয়ার প্রত্যয় জানান বৌদ্ধ ধর্মাবলম্বীরা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply