জীবন্ত পুঁতে রাখা নবজাতককে বাঁচালো কুকুর

|

জীবন্ত পুঁতে রাখা এক নবজাতককে মাটি খুঁড়ে উদ্ধার করেছে একটি পোষা কুকুর। থাইল্যান্ডের উত্তরাঞ্চলের বান নং খাম নামক একটি গ্রামে এ ঘটনা ঘটে।

এ ব্যাপারে পিংপং নামের কুকুরটির মালিক জানান, তার পোষা কুকুরটি এক মাঠে মাটি খুঁড়ে ঘেউ ঘেউ করছিল। এরপর তিনি কাছে গিয়ে দেখেন মাটির নিচ থেকে একটি পা বের হয়ে আসছে। এরপর অন্যদের সহায়তায় শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। পরে চিকিৎসকেরা জানান শিশুটি বেঁচে আছে।

জানা গেছে, শিশুটির মা মাত্র পনের বছর বয়সী এক কিশোরী। তার সন্তানপ্রসবের বিষয়টি গোপন করতেই এই কাজটি করা হয়েছিল।

স্থানীয় পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া নবজাতকটির মায়ের বিরুদ্ধে শিশুকে পরিত্যাগ এবং হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে। তবে কিশোরীটি ও তার পরিবার এই কাজের জন্য অনুতপ্ত এবং তারা ওই নবজাতককে লালন-পালনের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply