চামড়া খাতে নগদ সহায়তার পরিকল্পনা বিবেচনাধীন: প্রধানমন্ত্রী

|

চামড়া খাতে আগামী ৫ বছর নগদ অর্থ সহায়তা দেয়ার বিষয়টি সরকার বিবেচনা করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সকালে গণভবনে, ভিডিও কনফারেন্সের মাধ্যমে লেদার প্রোডাক্ট শো’র উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। চামড়া এবং চামড়াজাত খাত বিশ্ব পরিমণ্ডলে বিশেষ ভুমিকা রাখছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন রাজশাহী ও চট্টগ্রামে ২টি শিল্পাঞ্চল গড়ে তোলা হবে।

বর্তমান সরকার চামড়া রফতানির ক্ষেত্রে ১৫ ভাগ নগদ সহায়তা দিচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এই শিল্পের সাথে যারা সম্পৃক্ত হতে চায় তাদের ঋণ দেয়া হচ্ছে।

অনুষ্ঠানে যথাযথভাবে পশুর চামড়া সংগ্রহ ও সংরক্ষণ এবং এবিষয়ে প্রশিক্ষণ দেয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বলেন, প্রয়োজন হলে সরকারের পক্ষ থেকে যথাযথ সহায়তা করা হবে।

যমুনা অনলাইন: টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply