নেত্রকোণার সেই নবজাতকের আশ্রয় আজিমপুরের ছোট মনি নিবাস

|

নেত্রকোণায় ফেলে যাওয়া ‘সেই নবজাতকের’ আশ্রয় হয়েছে সমাজসেবা অধিদপ্তরের অধিনে পরিচালিত ঢাকা আজিমপুরের ছোট মনি নিবাস।
সোমবার সকাল ১১টার দিকে নেত্রকোণা সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে শিশুটিকে সেখানে হস্থান্তর করা হয়েছে । এর আগে রোববার (১৯ মে) ভোরে অজানা পরিচয়ের এক বাকপ্রতিবন্ধী মা শিশুটিকে নেত্রকোণা জেলা শহরের জয়নগর এলাকার এক গৃহবঁধূর কাছে ফেলে রেখে পালিয়ে গিয়েছিল। নেত্রকোণা শহর সমাজসেবা কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন এসব তথ্য জানিয়েছেন।

গৃহবধূ আমেনা আক্তার জানান, সোমবার (১৩ মে) সন্ধ্যায় আমেনার বাসার সামনে প্রসব যন্ত্রণায় কাতরাচ্ছিলেন ওই বাকপ্রতিবন্ধী নারী। পরে তাকে উদ্ধার করে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে নেয়া হয়। সেখানেই এক ছেলে সন্তানের জন্ম দেন । পরে শনিবার (১৮ মে) সন্ধ্যায় এ সন্তান নিয়ে এসে আশ্রয় চাইলে তাদের আশ্রয় দেয়ার পর সন্তান রেখে ওই মা পালিয়ে গিয়েছেন।

সমাজসেবা কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন জানান, রোববার সকালে শিশুটিকে নিয়ে সমাজসেবা কার্যালয়ের হেফাজতে দিতে আসেন আমেনা আক্তার। পরে শিশুটিকে সমাজসেবা অধিদপ্তরের অধিনে পরিচালিত ঢাকা আজিমপুরের ‘ছোট মনি নিবাসে’ পাঠানোর ব্যাবস্থা করা হয়।

আব্দুল্লাহ আল মামুন কর্মকর্তা বলেন, শিশুটির মায়ের পরিচয় পেলে সমাজসেবার যে কোন অফিসে যোগাযোগ করতে অনুরোধ করা হলো।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply