কৃষিমন্ত্রী ও খাদ্যমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ

|

ধানের ন্যায্য দাম থেকে কৃষককে বঞ্চিত করা এবং এ বিষয়ে দুই মন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের কুশপুত্তলিকা দাহ করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন। সোমবার বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে তারা এই কুশপুত্তলিকা দাহ করে।

কৃষককে ধানের ন্যায্য মূল্য দিতে এই দুই মন্ত্রী ব্যর্থ উল্লেখ করে তাদের পদত্যাগের দাবিও জানায় ছাত্র ফেডারেশন। দুই মন্ত্রীকে কৃষকের শত্রু আখ্যা দিয়ে সংগঠনটির নেতারা বলেন, কৃষকের কাছ থেকে ন্যায্য মূল্যে ধান কিনতে হবে। কারা সিন্ডিকেট বানিয়েছে, তা খুঁজে বের করার আহ্বান জানায় ছাত্র ফেডারেশন।

এ সময় আরো উপস্থিত ছিলেন ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক জাহিদ সুজন, সাংগঠনিক সম্পাদক সাদিক রেজা, ফেডারেশনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি উম্মে হাবিবা বেনজীর ও ঢাকা মহানগরের আহ্বায়ক সৈকত আরিফসহ অনেকে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply