তাজিকিস্তানের কারাগারে আইএস এর হামলা, নিহত ৩২

|

তাজিকিস্তানে কারাগারে আইএস এর হামলায় প্রাণ গেছে তিন নিরাপত্তারক্ষীসহ ৩২ জনের। রোববার রাতে রাজধানী দুশানবের কাছেই ভাখদাতের এক কারাগারে হামলা হয় বলে জানায় দেশটির বিচার মন্ত্রণালয়।

কর্তৃপক্ষ জানায়, শুরুতে ৩ কারারক্ষীকে হত্যা করে আইএস সদস্যরা। ভেতরে ঢুকে হত্যা করে আরও ৫ কারাবন্দীকে। এ সময় পাল্টা গুলি চালায় নিরাপত্তা রক্ষীরা। দু’পক্ষের গুলিবিনিময়ে নিহত হয় আরও ২৪ জন। এদের মধ্যে অন্তত দু’জন নিষিদ্ধ সংগঠন ইসলামিক রেনেসা পার্টির সদস্য বলে নিশ্চিত করেছে পুলিশ।

বন্দী আইএস জঙ্গিদের উদ্ধারেই এ হামলা বলে ধারণা নিরাপত্তা বাহিনীর।

হামলার পেছনে তাজিক স্পেশাল ফোর্সেস সদস্য কর্নেল গুলমুরোদের ছেলের হাত রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।

২০১৫ সালে আইএসে যোগ দেয়ার পর সিরিয়ায় নিহত হন গুলমুরোদ। গত ছয় মাসে দেশটির কারাগারে আইএসের দ্বিতীয় হামলা এটি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply