চুয়াডাঙ্গার মুক্তিযোদ্ধা মনোয়ার হোসেন হত্যায় দুই আসামির ফাঁসি কার্যকর

|

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মুক্তিযোদ্ধা মনোয়ার হোসেন হত্যা মামলার দুই আসামি আবদুল মোকিম ও গোলাম রসুলের ফাঁসি কার্যকর করা হয়েছে।

যশোর কারাগারে রাত ১১.৪৫ মিনিটে প্রথমে গোলাম রসুল ও পরে আবদুল মোকিমের ফাঁসি কার্যকর হয় বলে নিশ্চিত করেছেন জেল সুপার কামাল হোসেন। এসময় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সিভিল সার্জন উপস্থিত ছিলেন। রাতেই দু’জনের মরদেহ তাদের গ্রামের বাড়ি আলমডাঙ্গার দুর্লভপুরে নিয়ে যাওয়ার সিদ্ধান্তের কথা জানায় জেল কর্তৃপক্ষ।

দু’জনের ফাঁসি কার্যকরের জন্য বেশ কয়েকদিন ধরেই প্রস্তুতি চলছিল কারাগারে। জোরদার করা হয়েছিল নিরাপত্তা। শেষবারের মতো দেখা করতে দু’জনের পরিবারকে চিঠি দেয় জেল কর্তৃপক্ষ।

১৯৯৪ সালের ২৮ জুন চরমপন্থি ক্যাডারদের হাতে খুন হন মুক্তিযোদ্ধা ও তৎকালীন ইউনিয়ন পরিষদ সদস্য মনোয়ার হোসেন। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে ২১ জনকে আসামি করে মামলা করেন। ২০০৮ সালের ১৭ এপ্রিল মোকিম ও রসুলসহ তিনজনের ফাঁসি ও দু’জনের যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। পরে উচ্চ আদালত দু’জনের মৃত্যুদণ্ড বহাল রেখে বাকি আসামিদের খালাস দেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply