কাশ্মিরে গোপন টর্চার সেল চালাচ্ছে ভারত!

|

জম্মু-কাশ্মিরের ওপর নিয়ন্ত্রণ বজায় রাখতে গত তিন দশক ধরে গোপন টর্চারসেল চালাচ্ছে ভারত। কাশ্মির উপত্যকার দু’টি মানবাধিকার সংগঠনের দীর্ঘদিনের গবেষণা নিয়ে সম্প্রতি ৫৬০ পৃষ্ঠার অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে হিউম্যান রাইটস কাউন্সিল।

প্রতিবেদনে বলা হয়, স্বাধীনতাকামীদের দমাতে ভারতীয় সেনাবাহিনী, পুলিশ ও আধা-সামরিক বাহিনীর রয়েছে ২০৬টি নির্যাতন কেন্দ্র। যেখানে জাতিসংঘ নিষিদ্ধ ঘোষিত ‘ওয়াটার বোর্ডিং’, বৈদ্যুতিক শক, ঘুমাতে না দেয়া, ধর্ষণ, ক্ষত’র ওপর ইঁদুর ছেড়ে দেয়ার মতো যন্ত্রণাদায়ক নির্যাতন করা হয়।

প্রতিবেদনটিতে এ ধরনের ৪৩২টি ঘটনার উল্লেখ রয়েছে। বলা হয়, ভুক্তভোগীদের মধ্যে ১১৯ জন বিচ্ছিন্নতাবাদী সংগঠনের সদস্য; বাকিরা সবাই বেসামরিক কাশ্মিরী।

নির্যাতনের সময় ৪০ জনের মৃত্যু হয়েছে বলেও উল্লেখ রয়েছে প্রতিবেদনে। তবে এসব অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে নয়াদিল্লি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply