মোদির জয়ের আভাসে চাঙ্গা হচ্ছে ভারতের পুঁজিবাজার

|

ছয় বছরের মধ্যে সর্বোচ্চ ঊর্ধ্বমুখী ভারতের পুঁজিবাজার। মঙ্গলবার টানা চতুর্থ দিনের মতো দরবৃদ্ধির মধ্য দিয়ে শেষ হয় লেনদেন, যা অব্যাহত আছে বুধবারও।

মঙ্গলবার এনএসই সূচক শূণ্য দশমিক দুই-এক শতাংশ বেড়ে দাঁড়ায় ১১ হাজার ৮৮৩ পয়েন্টে। অন্যদিকে বেঞ্চমার্ক বিএসই সূচক শূণ্য দশমিক তিন শতাংশ বেড়ে দাঁড়ায় ৩৯ হাজার ৫৭১ পয়েন্টে।

২০১৩ সালের সেপ্টেম্বরের পর, দিনের সর্বোচ্চ সূচক রেকর্ড করা হয় গেল গত ২০ মে (সোমবার); যা অব্যাহত ছিল পরদিনও। দর বেড়েছে রিলায়েন্স, ভারতী ইনফ্রাটেল, টাটা মোটরসসহ বিভিন্ন শিল্পে জড়িত প্রায় সবগুলো বড় বড় প্রতিষ্ঠানের শেয়ারের।

বুথফেরত জরিপে, দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ক্ষমতাগ্রহণের পূর্বাভাসের পর থেকেই ঊর্ধ্বমুখী ভারতের পুঁজিবাজার। বৃহস্পতিবার লোকসভা নির্বাচনের আনুষ্ঠানিক ফলঘোষণা পর্যন্ত এ প্রবণতা বজায় থাকবে, বলছেন বিশ্লেষকরা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply