এফআর টাওয়ারে আগুন: রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৪৮ জনের বিরুদ্ধে ব্যবস্থার সুপারিশ

|

অগ্নিকাণ্ডের শিকার বনানী এফআর টাওয়ারে নকশা জালিয়াতিসহ নানা অনিয়মের প্রমাণ পেয়েছে গণপূর্ত মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, ভবনটির ১৮ তলার ওপরের অংশ অবৈধ। কথিত ২৩ তলার নকশাটি সংঘবদ্ধ জালিয়াতির মাধ্যমে তৈরি করা হয়েছে।দুপুরে মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে এই তথ্য জানান, গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম।

এফ টাওয়ার নকশা জালিয়াতির জন্য রাজউকের তৎকালীন চেয়ারম্যান হুমায়ুন খাদেম-সহ ৪৮ জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার সুপারিশ করেছে তদন্ত কমিটি। রাজউকের সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রী। পাশাপাশি ১৮ তলার ওপরের অংশ নির্মাণের জন্য নির্মাতা প্রতিষ্ঠান ও জমির মালিককের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থার সুপারিশ করেছে কমিটি। এতে বলা হয়েছে, জমির মালিক ১৮ তলার ওপরে নির্মিত অবৈধ অংশটি ভেঙে ফেলার লিখিত আবেদন করলেও, পরে অবৈধ অংশের ভাগ নিয়েছেন।

মন্ত্রী জানান, শিগগির কমিটির সুপারিশ বাস্তাবায়ন করা হবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply