জিম্বাবুয়ের সেনা অভ্যুত্থানে চীনের হাত?

|

জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবেকে গত বুধবার থেকে তার বাসভবনে গৃহবন্দি করে রেখেছে দেশটির সেনাবাহিনী। সেনা প্রধান বারবার এমন অভিযোগ প্রত্যাখান করলেও বিষয়টিকে ‘সেনা অভ্যুত্থান’ হিসেবেই দেখছে আফ্রিকান ইউনিয়ন।

জিম্বাবুয়ের এই রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষিতে পশ্চিমা সংবাদমাধ্যমে বেশ জোরেশোরেই প্রচার হচ্ছে, চীন এই অভ্যুত্থানের পেছনে রয়েছে। যদিও বেইজিংয়ের পক্ষ থেকে এমন অভিযোগ উড়িয়ে দেয়া হয়েছে।

আজ শুক্রবার ব্রিটেনের দ্যা গার্ডিয়ান ‘জিম্বাবুয়ে: মুগাবের পতন কি চীনের পেশিশক্তি প্রদর্শনের ফল?’ শিরোনামে একটি নিবন্ধ প্রকাশ করেছে। দ্য ডিপ্লোম্যাটের প্রতিবেদনের শিরোনাম, ‘জিম্বাবুয়ের সেনা অভ্যুত্থান নিয়ে চীন কী ভাবছে?’। ওয়াশিংটন পোস্টের একটি প্রতিবেদনের শিরোনাম ছিল, ‘জিম্বাবুয়ের সংকটের সময়ে পর্যবেক্ষে আছে চীনের প্রভাব’। আরও বেশ কয়েকটি পশ্চিমা প্রভাবশালী সংবাদমাধ্যমে জিম্বাবুয়ের রাজনীতিতে চীনের প্রভাব নিয়ে নিবন্ধ প্রকাশিত হয়েছে।

মূলত অতীতের নানা ঘটনার পরম্পরা আর আফ্রিকান দেশটির চীনের বাণিজ্যিক প্রভাব মাথায় রেখেই বিশ্লেষকরা এই ধরনের উপসংহারে আসার চেষ্টা করছেন। জিম্বাবুয়ের বৃহত্তম বিদেশি বিনিয়োগকারী দেশ হল চীন। বারবার যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নিষেধাজ্ঞা ও চাপের মুখে থাকা দেশটি অর্থনীতি পুনর্গঠনে বেইজিংয়ের বিরাট অবদান রয়েছে।

বিশ্বে জীবিত প্রেসিডেন্টদের মধ্যে সবথেকে বেশিদিন ক্ষমতায় রয়েছেন মুগাবে। এখন তিনি রাজধানী হারারেতে প্রেসিডেন্টের বাসভবনে গৃহবন্দি। সেনাবাহিনী হারারের নিয়ন্ত্রণ নেওয়ার পর তাকে গৃহবন্দি করে ।তবে ঘটনাটিকে অভ্যুত্থান বলতে নারাজ দেশটির সেনাবাহিনী। মুগাবের চারপাশে থাকা ‘অপরাধীদের’ উৎখাত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি তাদের।

মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ এক প্রতিবেদনে সেনাবাহিনীর ভাষ্য তুলে ধরা হয়েছে। এনবিসির খবর অনুযায়ী সেনাবাহিনী চাইছে ৯৩ বছরের মুগাবে যেন নীরবে পদত্যাগ করেন। পাশাপাশি দেশের অর্থনীতি পুনরুদ্ধারের সামর্থ্যসম্পন্ন কারও কাছে রক্তপাতহীন ক্ষমতা হস্তান্তর করেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, মুগাবে বা তার ৫১ বছরের স্ত্রী গ্রেস এখনও ক্ষমতা ছাড়তে রাজি হননি।

এনবিসি ও গার্ডিয়ান তাদের প্রতিবেদনে জানিয়েছে, অভ্যুত্থানের এক সপ্তাহ আগেই অভ্যুত্থানে জড়িত থাকা এক জেনারেল ও সেনা প্রধান কনস্টানটিনো চিওয়েঙ্গা চীন সফরে গিয়েছিলেন। দীর্ঘদিন ধরে জিম্বাবুয়ের সঙ্গে চীনের ঘনিষ্ঠ কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক রয়েছে। চীন জানিয়েছে, সেনা প্রধানের এই সফর ছিল স্বাভাবিক সামরিক বিনিময়ের অংশ।

যুক্তরাষ্ট্র ও পশ্চিমা শক্তি যখন মুগাবের সরকারের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করে তখন চীন তাদের পাশে দাঁড়িয়েছিল। স্বৈরাচারি শাসন ও মানবাধিকার লঙ্ঘনে আন্তর্জাতিক সমালোচনার মুখেও চীন মুগাবেকে সমর্থন করে গেছে। জিম্বাবুয়ের গুরুত্বপূর্ণ বিনিয়োগকারী চীন। ২০১৫ সালে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং জিম্বাবুয়ে সফর করেছিলেন। ওই সময় শি বলেছিলেন দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গভীর। সফরে ৪০০ কোটি ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছিলেন চীনা প্রেসিডেন্ট।

অভ্যুত্থানের পরদিন বৃহস্পতিবার চীন জানিয়েছে, জিম্বাবুয়ের অনিশ্চয়তার প্রতি তাদের গভীর মনোযোগ রয়েছে এবং আফ্রিকার দেশটির প্রতি তাদের বন্ধুত্বের নীতি অটল থাকবে। সংকটের কারণে এই নীতিতে পরিবর্তন আসবে না। জিম্বাবুয়ের সেনা প্রধান চীন সফরে অভ্যুত্থানের বিষয় নিয়ে আলোচনা করেছেন কিনা জানতে চাইলে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জেং শুয়াং মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন।

তবে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক প্রতিবেদন অনুসারে, চীনের পিপল’স লিবারেশন আর্মির (পিএলএ) জয়েন্ট স্টাফ লি ঝোশেং জিম্বাবুয়ের সেনাপ্রধানকে বলেন, চীন ও জিম্বাবুয়ে সব সময়ের বন্ধু। জবাবে চিওয়েঙ্গা জানান, সবক্ষেত্রে চীনের সঙ্গে বিনিময় ও সহযোগিতা গভীর করতে চান। এই বৈঠকের দুদিন পর জেনারেল চিওয়েঙ্গা বৈঠক করেন চীনের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল চ্যাং ওয়ানকুয়ানের সঙ্গে। এসময় তিনি চীনের সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।

জিম্বাবুয়ের সেনাপ্রধানের চীন সফরের কারণ সম্পর্কে স্পষ্ট কোনও আভাস মেলেনি কোথাও। তবে সেনাপ্রধানের সঙ্গে বহিষ্কৃত ভাইস-প্রেসিডেন্ট এমারসনের ঘনিষ্ঠ সম্পর্কের কথা জানা গেছে আল জাজিরার এক প্রতিবেদন থেকে।

অক্সফোর্ড ইউনিভার্সিটির আফ্রিকার ইতিহাস ও রাজনীতির প্রভাষক মাইলস ব্লেসিং টেন্ডি মনে করেন, মুগাবের ভাগ্য সম্পর্কে চীন আগে থেকেই জানত- তা নিশ্চিত হয়ে বলার উপায় নেই। তবে তিনি মনে করেন, সার্বভৌমত্বের প্রতি চীনের শ্রদ্ধা থাকার কারণে অভ্যুত্থানে তাদের ভূমিকা প্রচলিত ধরনের হবে না।

মাইলস বলেন, ‘অভ্যুত্থান যেখানে অস্থিতিশীলতার জন্ম দেয় চীন সেখানে সবসময়ই স্থিতিশীলতার কথা বলে। ফলে দৃশ্যত মনে হয় না অভ্যুত্থানের সঙ্গে চীন জড়িত। এ ধরনের কোনও কিছুর পরিকল্পনা গোপনেই হয়। কেউ প্রকাশ্যে তা স্বীকার করবে না। ফলে অভ্যুত্থানে চীনের সংযোগ আছে কিনা, নিশ্চিতভাবেই আমরা তা প্রমাণ করতে পারব না।’

লন্ডন স্কুল অব ইকোনমিকস-এর আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ের অধ্যাপক টেডি ব্রেট মনে করেন, জিম্বাবুয়ের ক্ষমতায় যিনিই থাকুন না কেন তাকে বিদেশ-নির্ভর হতেই হবে। এক্ষেত্রে চীনকে গুরুত্বপূর্ণ শক্তি মনে করেন তিনি। ‘তারা যদি চীনের সহযোগিতায় শাসন শুরু করে আমি খুব একটা অবাক হবো না। গণতন্ত্রের আশ্বাস না দিয়েই তা ক্ষমতা চালিয়ে যেতে পারে। চীন সব সময় ক্ষমতায় থাকা শক্তিকে শর্তহীনভাবে সমর্থন জানিয়েছে। নিবার্চিত বা অনির্বাচিত সরকারই হোক না কেন চীন সমর্থন জানিয়ে আসছে।’ বলেন টেডি ব্রেট।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply