একমাত্র বাংলাদেশি হিসেবে সিপিএলে দল পেয়েছে আফিফ

|

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের প্লেয়ার্স ড্রাফট থেকে দল পেয়েছেন অলরাউন্ডার আফিফ হোসেন ধ্রুব। সেন্ট কিটস অ্যান্ড নেভিসের হয়ে মাঠ মাতাবেন এই তরুণ অলরাউন্ডার।

প্লেয়ার্স ড্রাফটের ১৩তম রাউন্ডে দল পেয়েছেন খুলনার এই ক্রিকেটার। বিপিএলে অভিষেক ম্যাচে ৫ উইকেট নিয়ে নিজের সক্ষমতার জানান দিয়েছিলেন আফিফ হোসেন ধ্রুব।

গত বছরের ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি অভিষেকও হয়েছিল এই অলরাউন্ডারের।

এখন অব্দি ৩১ টি-টোয়েন্টি খেলে ২১.২০ গড়ে ৪১৩ রান করেছেন আফিফ হোসেন। ২ ফিফটির মালিক আফিফের স্ট্রাইক রেট ১২৩.২৪। বল হাতে ১৫ উইকেট নিয়েছেন তিনি।

বাংলাদেশ থেকে সিপিএলে এর আগে দল পেয়েছিলেন সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, তামিম ইকবাল ও মেহেদী হাসান মিরাজ। এরপর পঞ্চম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে তিনি সুযোগ পেলেন ওয়েস্ট ইন্ডিজের এই টি-টোয়েন্টি টুর্নামেন্টে। এমন সুযোগে দারুণ উচ্ছ্বসিত ১৯ বছর বয়সী এই অলরাউন্ডার।

২০১৯ সালের সিপিএল শুরু হবে ৪ সেপ্টেম্বর। ১২ অক্টোবর ফাইনাল দিয়ে এর পর্দা নামবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply