নাটোরে সংঘবদ্ধ অটো ভ্যান চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার

|

স্টাফ রিপোর্টার, নাটোর

নাটোরে সংঘবদ্ধ অটো ভ্যান চোর চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। বুধবার রাতে বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এরপর এদেরকে বৃহস্পতিবার দুপুরে জেলা ডিবি কার্যালয়ে গ্রেফতারকৃতদের সাংবাদিকদের সামনে হাজির করে প্রেস ব্রিফিং করা হয়।

নাটোর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসনাত জানান, বিভিন্ন এলাকা থেকে সংঘবদ্ধ অটো ভ্যান চোর চক্রের সদস্যরা প্রতিনিয়ত জেলার বিভিন্ন স্থান থেকে অটো ভ্যান চুরি করে আসছিল। এ ব্যাপারে বিভিন্ন সময়ে থানায় অভিযোগও পাওয়া গেছে। এর প্রেক্ষিতে জেলা বিভিন্ন স্থানে চেকপোষ্ট বসানো হয়। চেকপোষ্টে একজনের কাছ থেকে একটি তালা কাটার যন্ত্র পাওয়া যায়। তাকে আটক করে জিজ্ঞাসাবাদে দেওয়া তথ্যমতে আরো তিন জনকে গ্রেফতার করা হয়। পরে জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করে যে তারা নাটোর ও তার পার্শ্ববর্তী জেলা থেকে ২৫/৩০ টি অটো ভ্যান চুরি করেছে। পরে তাদের কাছ থেকে তিনটি ভ্যান ও ৬ টি সাইকেল উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, নাটোর সদর উপজেলার স্টেশন বড়গাছা এলাকার মৃত আজিজ মন্ডলের ছেলে বেলাল মন্ডল, বাগাতিপাড়া উপজেলার জয়ন্তীপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে নহির উদ্দিন জজ, লালপুর উপজেলার মহিষখোলা গ্রামের মৃত জয়নাল মন্ডলের ছেলে রেকাব ও রাজশাহীর বাঘা উপজেলার আড়পাড়া গ্রামের দুলাল হোসেনের ছেলে পলাশ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রিমান্ডের আবেদন করে আদালতে সোপর্দ করা হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply