চুয়াডাঙ্গায় থেকে ১ কেজি ৭শ গ্রাম স্বর্ণসহ নারী পাচারকারী আটক

|

চুয়াডাঙ্গা প্রতিনিধি:

চুয়াডাঙ্গায় ১ কেজি ৭শ গ্রাম স্বর্ণসহ এক নারী পাচারকারীকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার দুপুরে জেলার জীবননগর উপজেলার গয়েশপুর সীমান্ত থেকে এ স্বর্ণের চালান আটক করা হয়। আটককৃত স্বর্ণের চালানটি বাংলাদেশ থেকে ভারতে পাচার হচ্ছিলো বলে জানিয়েছে বিজিবি।

আটককৃত নারীর নাম মাবিয়া আক্তার (৪০)। তিনি উপজেলার গয়েশপুর গ্রামের আব্দুর রশিদের স্ত্রী।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৫৮ বিজিবির একটি টহল দল বৃহস্পতিবার দুপুরে গয়েশপুর সীমান্তে অভিযান চালায়। এ সময় সীমান্তের ৬৮/২ এস পিলার থেকে ১ কি: মি: বাংলাদেশের অভ্যন্তরে অবস্থান করা মাবিয়া আক্তারকে চ্যালেঞ্জ করে বিজিবির ওই টহল দলটি। তার কাছ থাকা একটি ব্যাগে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ২১টি স্বর্ণের বার ও স্বর্ণের গহনা। পরে ওই নারীকে আটক করে উথলী বিশেষ ক্যাম্পে নিয়ে আসা হয়।

খালিশপুর ৫৮ বিজিবির পরিচালক তাজুল ইসলাম জানান, উদ্ধারকৃত স্বর্ণের ওজন এক কেজি ৭শ গ্রাম। যার মধ্যে রয়েছে ২১টি স্বর্ণের বার ও কিছু স্বর্ণের গহনা। যার আনুমানিক বাজার মূল্য ৬৬ লাখ ৩৯ হাজার, ৬৪৩ টাকা।
আটককৃত স্বর্ণ চুয়াডাঙ্গা জেলার ট্রেজারি অফিসে এবং আটককৃত আসামীকে থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply