পরাজয় মেনে নিয়ে পদত্যাগ করছেন রাহুল গান্ধী

|

ভারতের লোকসভা নির্বাচনে জাতীয় কংগ্রেসের ভরাডুবির পর এর দায়ভার নিজের কাঁধে তুলে নিয়েছেন রাহুল গান্ধী। ভারতের সংবাদ মাধ্যমগুলোতে খবর এসেছে যে, এজন্য কংগ্রেসের সভাপতির পদ থেকে পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। সোনিয়া গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীদের কাছে তিনি এই ইচ্ছা প্রকাশ করেন। যদিও সোনিয়া গান্ধী তাঁকে এইভাবে সিদ্ধান্ত নিতে বারণ করেন বলে জানা যায়।

তবে আগামী এক সপ্তাহের মধ্যেই কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠক ডাকা হবে। সেখানেই রাহুল গান্ধীর পদত্যাগ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

লোকসভা ভোটের ফলাফলে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোট এগিয়ে রয়েছে ৮৬ টি আসনে। যার মধ্যে কংগ্রেস এককভাবে এগিয়ে রয়েছে ৫২ টির মতো আসনে।

ফল প্রকাশ হওয়ার পর বৃহস্পতিবার বিকালে ভারতের জাতীয় কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী বলেন, দেশবাসীর রায় মেনে নিলাম। এই জয়ের জন্য নরেন্দ্র মোদিকে অভিনন্দন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply