চট্টগ্রাম-কক্সবাজার রেলপথ প্রকল্পে আরো ৪০ কোটি ডলার দিলো এডিবি

|

চট্টগ্রাম-কক্সবাজার ডুয়েলগেজ রেলপথ নির্মাণে প্রথমধাপে বাংলাদেশকে ৩০ কোটি ডলার ঋণ দেওয়ার পর এই প্রকল্পের দ্বিতীয় ধাপে আরো ৪০ কোটি ডলার ঋণ দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

দেশীয় মুদ্রায় প্রথম ধাপে দেওয়া ঋণের পরিমাণ ছিল ২ হাজার ৪০০ কোটি টাকা। ‘সাসেক চিটাগং-কক্সবাজার রেলওয়ে প্রজেক্ট’ শীর্ষক প্রকল্পের প্রথম পর্যায়ের জন্য এ অর্থ ব্যয় করা হবে। ২০২২ সালের ৩০ জুনের মধ্যে প্রথম পর্যায়ের কাজ শেষ করবে বাস্তবায়নকারী সংস্থা বাংলাদেশ রেলওয়ে।

আর দ্বিতীয় ধাপে ঋণ দেওয়ার পরও পর্যায়ক্রমে আরো দুই ধাপে সর্বমোট দেড় বিলিয়ন ঋণ দেবে এডিবি।

বৃহস্পতিবার (২৩ মে) রাজধানীর শেরেবাংলা নগরে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সম্মেলন কক্ষে এডিবির সঙ্গে এ-সম্পর্কিত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ইআরডি সচিব মনোয়ার আহমেদ ও এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন পারকাশ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এসময় এডিবি ও ইআরডির উর্ধতন কর্মকর্তা এবং প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্রান্স এশিয়ান রেলওয়ে করিডোরের সঙ্গে প্রকল্পটি সংযোগ স্থাপন করবে। প্রকল্পটি ২০১০ সালের জুলাই মাসে শুরু হয় এবং ২০২২ সালের জুন মাসে এর কাজ সম্পূর্ণ হবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply