শিগগিরই পদত্যাগের আনুষ্ঠানিক সময় ঘোষণা দেবেন থেরেসা মে

|

Britain's Prime Minister Theresa May leaves 10 Downing Street to attend the weekly session of Prime Ministers Questions in Parliament in London, Wednesday, May 22, 2019. (AP Photo/Kirsty Wigglesworth)

শিগগিরই পদত্যাগের আনুষ্ঠানিক সময় ঘোষণা দেবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে।

আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, আগামী ২৪ ঘন্টার মধ্যেই দায়িত্ব ছাড়তে পারেন তিনি। ব্রেক্সিট ইস্যুতে সমন্বয়ে ব্যর্থতার কারণেই পদত্যাগ করবেন তিনি।

এর আগে বুধবার পদত্যাগ করেন মে’র অন্যতম সমর্থক এবং হাউজ অব কমন্সের নেতা আন্দ্রেয়া লেডসাম। এরপরই দুর্বল হয়ে পড়ে থেরেসা মে’র অবস্থান।

তবে এর পাশাপাশি কনজারভেটিভ পার্টির অধিকাংশ নেতাই দলের প্রধান হিসাবে দায়িত্বপালন করা থেরেসা মে’র পদত্যাগ চাইছেন। দলীয় প্রধান কে হবেন তা নিয়ে এরইমধ্যে কনজারভেটিভ নেতাদের মধ্যে শুরু হয়েছে প্রতিযোগিতা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply