স্ত্রীদের কাছে রাখা যাবে না: পিসিবির নিষেধাজ্ঞা

|

আর মাত্র ছয় দিন পর শুরু হচ্ছে বিশ্বকাপ। ৩০ মে ইংল্যান্ড ও ওয়েলসের মাঠে পর্দা উঠছে আইসিসি ওয়ানডে বিশ্বকাপের দ্বাদশ আসরের। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হচ্ছে এবারের টুর্নামেন্ট। প্রতিটি দল গ্রুপ পর্বে একে অপরের মুখোমুখি হবে।

প্রায় দেড় মাসের মতো ইংল্যান্ডে অবস্থান করতে হবে অংশগ্রহণকারী দলগুলোকে। বেশ লম্বা সময়। ফলে ক্রিকেট বোর্ডগুলো কিছুটা নমনীয় খেলোয়াড়দের প্রতি। স্ত্রী-সন্তানদের সঙ্গে রাখার অনুমতি দিচ্ছে একাধিক ক্রিকেট বোর্ড।

কিন্তু ব্যতিক্রম পাকিস্তান। বিশ্বকাপ চলাকালীন টিম হোটেলে ক্রিকেটারদের স্ত্রী-সন্তানদের নিষিদ্ধ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

সাম্প্রতিক সময়ে নিজেদের নিয়ম-কানুনে বেশ কিছু পরিবর্তন এনেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তার আলোকেই পরিবারকে দূরে রাখার সিদ্ধান্ত। তবে ক্ষেত্র বিশেষে নিয়ম শিথিলও করা সম্ভব। যেমন বোর্ডের বিশেষ অনুমতি নিয়ে বিশ্বকাপ চলাকালীন স্ত্রীকে রুমে রাখতে পারবেন হারিস সোহেল।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply