বিশ্বকাপে ভারত খেলবে ‘গেরুয়া’ রঙের জার্সিতে

|

বিশ্বকাপের আগেই জার্সি পরিবর্তন হচ্ছে ভারতীয় ক্রিকেট দলের। ইংল্যান্ড বিশ্বকাপে নীলের পরিবর্তে ভারত খেলবে গেরুয়া রঙের জার্সিতে। যদিও ভারতীয় ক্রিকেট কন্ট্রেল বোর্ডের (বিসিসিআই) পক্ষ থেকে এখনও তেমন কিছু জানা যায়নি।

বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থার (আইসিসি) নিয়মানুসারে বিশ্বকাপে প্রতিটি দলের কাছেই দুই সেটের জার্সি রয়েছে। কোহিলদের দ্বিতীয় সেট জার্সি হতে পারে গেরুয়া রঙের।

বিশ্বকাপের আগে ভারতীয় দলের জার্সি পরিবর্তনের কারণ হিসেবে বলা হয়েছে ভারত, ইংল্যান্ড, শ্রীলঙ্কা, আফগানিস্তান এই চারটি দলের জার্সির রঙ নীল। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান, বাংলাদেশের জার্সির রঙ আবার সবুজ।

এবারের বিশ্বকাপে প্রতিটি দল একে অপরের বিপক্ষে খেলবে। যাতে করে দুই দলের জার্সির রঙ একই না হয় সেজন্য জার্সির রঙ পরিবতর্নের চিন্তা ভাবনা করছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

সূত্র: ভারতীয় টেলিভিশন চ্যানেল টাইমস নাউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply