ভারতে নির্বাচিত ৫৪২ প্রার্থীদের মধ্যে কোটিপতি ৪৭৫ জন

|

ভারতের ১৭ তম লোকসভা নির্বাচনে ৫৪২ আসনের বিজয়ী প্রার্থীদের মধ্যে কোটিপতির সংখ্যা ৪৭৫। পশ্চিমবঙ্গ রাজ্যের লোকসভার ৪২ আসনে মধ্যে ৩১ জনই কোটিপতি। নির্বাচনের সময় মনোনয়নপত্রের সঙ্গে প্রার্থীদের উল্লেখ করা সম্পত্তির তথ্য বিশ্লেষণ করে অ্যাসোসিয়েশন অব ডেমোক্রেটিক রিফরমস (এডিআর) ও পশ্চিমবঙ্গ ইলেকশন ওয়াচ এ তথ্য জানিয়েছে।

ইলেকশন ওয়াচের প্রতিবেদনে বলা হয়, পশ্চিমবঙ্গে এবার বিজয়ী ২২ জন তৃণমূল প্রার্থীর মধ্যে ২০ জনই কোটিপতি, গড় সম্পত্তির পরিমাণ ছয় কোটি। বিজেপির ১৮ জন বিজয়ী প্রার্থীর মধ্যে ৯ জন কোটিপতি, গড় সম্পত্তির পরিমাণ দুই কোটি রুপি। কংগ্রেসের বিজয়ী দুজনই কোটিপতি।

প্রতিবেদনে বলা হয়েছে, বিজয়ী ৪২ প্রার্থীর মধ্যে ২৩ জনের বিরুদ্ধে নানা ফৌজদারি অপরাধের মামলা রয়েছে।

লোকসভা নির্বাচনে বিজয়ী ৪৭৫ জন কোটিপতি প্রার্থীর মধ্যে সবচেয়ে ধনী প্রার্থী ছিলেন মধ্যপ্রদেশের ছিন্দোয়াড়ার কংগ্রেসদলীয় মুখ্যমন্ত্রী কমল নাথের পুত্র নকুল নাথ। তাঁর সম্পত্তির পরিমাণ ৬৬০ কোটি রুপি। দ্বিতীয় স্থানে তামিলনাড়ুর কন্যাকুমারী আসনের কংগ্রেস প্রার্থী বসন্ত কুমার এইচ। তাঁর সম্পত্তির পরিমাণ ৪১৭ কোটি রুপি। আর তৃতীয় স্থানেও কংগ্রেসের বেঙ্গালুরু রুরাল কেন্দ্রের প্রার্থী ডি কে সুরেশ।

এডিআরের প্রতিবেদনে বলা হয়েছে, জয়ী ৪৭৫ জন কোটিপতি প্রার্থীর মধ্যে বিজেপির ২৬৫ জন, শিবসেনার ১৮ জন ও কংগ্রেসের ৪৩ জন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply