দ্রুত বিচার আইনের মেয়াদ ৫ বছর বাড়লো

|

দ্রুত বিচার আইনের মেয়াদ ৫ বছর বাড়িয়ে ২০২৪ সাল পর্যন্ত করা হয়েছে। সকালে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ-দ্রত বিচার সংশোধন আইনের খসড়ার অনুমোদন দেয়া হয়।

পরে সচিবালয়ে, ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. শফিউল আলম জানান, ২০০২ সালে আইন প্রণয়নের সময় এর মেয়াদ ছিল ১৭ বছরের। এখন সেটি ৫ বছর বাড়িয়ে ২০২৪ সাল পর্যন্ত করা হয়েছে। এছাড়া মন্ত্রিসভায় কাস্টম আইন ২০১৯-এর খসড়ার চূড়ান্ত অনুমোদনও দেয়া হয়। পাশাপাশি ৩ জুন সরকারি ছুটির বিষয়টি বিবেচনায় আছে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply