আফগানিস্তানে তালেবান হামলায় নিহত ১৪

|

আফগানিস্তানে বিচ্ছিন্ন তালেবান হামলায় প্রাণ হারিয়েছেন নিরাপত্তা বাহিনীর কমপক্ষে ১৪ সদস্য। সোমবার (২৭ মে) এসব হামলায় আরও ২২ জন গুরুতর আহত হয়েছেন।

কর্তৃপক্ষ জানায়, দেশের পশ্চিমাঞ্চলে রাস্তার পাশে পেতে রাখা বোমার বিস্ফোরণে প্রাণ হারান নিরাপত্তা বাহিনীর ১০ সদস্য। হামলার ব্যাপকতায় গাড়িতে থাকা কেউই প্রাণে বাঁচেননি।

একইদিন দেশের উত্তরাঞ্চলের একটি তল্লাশি চৌকিতে গুলি চালিয়ে হত্যা করা হয় ৪ পুলিশ সদস্যকে। এসময় পাল্টাপাল্টি গুলি বিনিময়ে ১৫ তালেবান সদস্যেও প্রাণ হারিয়েছে, সারি পুল এলাকার প্রশাসন এ তথ্য নিশ্চিত করেছেন।

সংঘাতে আহত হয়েছেন ২২ জন। আহতদের হাসপাতালে নেয়া হয়েছে। তবে তাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

পরে এক বিবৃতিতে হামলাগুলোর দায় স্বীকার করেছে তালেবান।

যমুনা অনলাইন/ইউএমএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply