খালেদা জিয়ার আদালত স্থানান্তর রিটের শুনানি ১০ জুন পর্যন্ত মুলতবি

|

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া- ফাইল ছবি

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মামলার বিচার কেরাণীগঞ্জে আদালত স্থানান্তরের বিরুদ্ধে হাইকোর্টের রিটের পরবর্তী শুনানি ১০ জুন পর্যন্ত মূলতবি করেছে আদালত।

সকালে বিচাপরতি ফারাহ মাহমুদের নেতৃত্বে হাইকোর্ট বেঞ্চে মামলার শুনানি করেন খালেদা জিয়ার আইনজীবী এ জে মোহাম্মদ আলী। তিনি ঢাকার মামলা ঢাকার বাইরে আদালতে স্থানান্তরের বিষয়ে প্রশ্ন তোলেন। পরে খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার মওদুদ আহমদ আদালতের পরিবেশ নিয়েও প্রশ্ন তোলেন। শুনানিতে অ্যাটর্নি জেনারেল অভিযোগ করেন ‘নাইকো দুর্নীতি মামলা দীর্ঘায়িত করার কৌশল হিসেবে রিট করা হয়েছে। এসময় অ্যাটর্নি জেনারেলের সাথে খালেদার আইনজীবী এ জে মোহাম্মদ আলীর উত্তপ্ত বাকবিতন্ডা হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply