ওয়েল ফুডের লাচ্ছা সেমাই’র ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার

|

ওয়েল ফুডস লিঃ এর উৎপাদিত লাচ্ছা সেমাই এর ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। এতদবিষয়ে মহামান্য হাইকোর্ট ২৩.০৫.২০১৯ ও ২৮.০৫.২০১৯ ইং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা প্রদান করেছেন। এই নির্দেশনার কারণে পুনরায় বাজারজাত করতে কোন বাধা থাকলো না।

আইনজীবী মিজানুল হক চৌধুরী বলেন, মহামান্য হাইকোর্টের নিদের্শ মোতাবেক ওয়েল গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ওয়েল ফুডস লিঃ এর উৎপাদিত এবং বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) মান পরিক্ষায় উত্তীর্ণ ওয়েল ফুড ব্র্যান্ড এর লাচ্ছা সেমাই বাজারজাত করণের কোন নিষেধাজ্ঞা নেই।

এরআগে গত ৯ মে ৫২টি মানহীন পণ্য বাজার থেকে প্রত্যাহার ও জব্দ করতে আদেশ দেয় আদালত। আর এই ৫২ পণ্যের মধ্যে ছিলো ওয়েল ফুড ব্রান্ড এর লাচ্ছা সেমাই।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply