বিশ্বের সবচেয়ে কম ওজনের নবজাতক সাইবি

|

বিশ্বের সবচেয়ে ছোট শিশুর জন্ম হয়েছে ক্যালিফোর্নিয়ার সানথিয়েগোর একটি হাসপাতালে। জন্মের পর সাইবি নামের এই শিশুটির ওজন ছিল ২৪৫ গ্রাম, যা একটি আপেলের সমান।

জন্মের পর পাঁচ মাস সার্প মেরি বার্ক হাসপাতালে অতিবাহিত করার পর সুস্থ স্বাভাবিকভাবে বাড়ি ফিরেছে সাইবি।

বুধবার হাসপাতাল কর্তৃপক্ষ তার জন্মের খবর প্রকাশ করে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ২৩ সপ্তাহ ৩ দিন গর্ভে থাকার পর গত ডিসেম্বরে সাইবি জন্মগ্রহণ করে। জন্মের সময় তার ওজন ছিল একটি আপেলের (২৪৫ গ্রাম) সমান, যা সবাইকে বিস্মিত করে। তবে পাঁচ মাস হাসপাতালে তাকে পরিচর্যার পর শিশুটি সুস্থ ও স্বাভাবিক ওজন নিয়ে বাড়ি ফিরেছে।

লোয়া বিশ্ববিদ্যালয়ের অধীনে বিশ্বের সবচেয়ে ছোট শিশুর নিবন্ধন কর্তৃপক্ষ জানিয়েছে, সাইবি বিশ্বের সবচেয়ে ছোট জীবিত শিশুদের মধ্যে শীর্ষে রয়েছে।

এর আগে বিশ্বের সবচেয়ে ছোট শিশুর তকমা ছিল ২০১৫ সালে জার্মানিতে জন্ম নেয়া এক শিশুর। তার ওজন ছিল ২৫১ গ্রাম।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply