সড়কের কারণে কোথাও যানজট হবে না: ওবায়দুল কাদের

|

গাড়ির চাপ বাড়লেও সড়কের কারণে কোথাও যানজট হবে না জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ দুপুরে গাবতলী টার্মিনালে পরিদর্শনে গিয়ে তিনি একথা জানান।

এসময় তিনি আরো বলেন, অতীতের চেয়ে এবার ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে। ফেরিঘাটে জট নিরসনে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। দুরপাল্লার বাসে যেন চাঁদাবাজি না হয়, সে বিষয়েও ব্যবস্থা নেয়া হবে।

এদিকে, চালকদের নিময় মেনে গাড়ি চালানোর আহ্বানও জানান ওবায়দুল কাদের।

বাসের এসি টিকিটের দাম বেশি নেয়ার অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে সেতুমন্ত্রী বলেন, এ ব্যাপারে অবশ্যই বিআরটিএর ব্যবস্থা নেয়া উচিত ছিল। এখানে মালিক ও শ্রমিক নেতারা আছেন। তাদের বিশেষভাবে অনুরোধ করব, এসি টিকিটের ভাড়া যেন যৌক্তিক থাকে। বিবেকের অনুশাসন যেন মানা হয়। বিআরটিসি কর্তৃপক্ষকেও আমি একই কথা বলেছি।

বাস কাউন্টারে মালিকদের ভাড়ার চার্ট থাকলেও বিআরটিএর নির্ধারিত ভাড়ার চার্ট নেই- এ বিষয়ে জানতে চাইলে ওবায়দুল কাদের বিআরটিএ চেয়ারম্যানকে উদ্দেশ্য করে বলেন, সাংবাদিকরা যখন উত্থাপন করেছে তা মিথ্যা বলার সুযোগ নেই। এ ব্যাপারে কার্যকরী ব্যবস্থা গ্রহণে তাৎক্ষণিক নির্দেশনা দেন তিনি।

এ সময় বিআরটিএ চেয়ারম্যান, ট্রাফিক পশ্চিম বিভাগের ডিসি, পরিবহন মালিক ও শ্রমিকপক্ষের নেতারা উপস্থিত ছিলেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply