ব্রিটিশ রাজবধূ মার্কেলের প্রশংসায় ট্রাম্প

|

যুক্তরাজ্য সফরের আগে ব্রিটিশ রাজবধূ মেগান মার্কেলের প্রশংসায় পঞ্চমুখ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ‘আমার মনে হয় না ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনের সময় মার্কিন বংশোদ্ভূত ওই ব্রিটিশ রাজবধূ আমার সমালোচনা করেছিলেন’। সান পত্রিকাকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এমন মন্তব্য করেন।

ট্রাম্প আরও বলেন, মেগান মার্কেল এতোটা নোংরা না। আমি চাই ব্রিটিশ রাজ পরিবারে নিজের যোগ্যতায় স্থান করে নেবেন তিনি।

২০১৮ সালের মে মাসে ব্রিটিশ যুবরাজ হ্যারির সঙ্গে বিয়ে হয় মার্কিন অভিনেত্রী, মডেল এবং মানবাধিকার কর্মী মেগান মার্কেলের।

মার্কলের জন্ম যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের লস অ্যাঞ্জেলেস শহরে এবং তিনি সেখানেই প্রতিপালিত হন। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ইলিনয় রাজ্যের ইভানসস্টন শহরে অবস্থিত নর্থওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয় থেকে থিয়েটার এবং আন্তর্জাতিক গবেষণা বিষয়ের ওপর স্নাতক ডিগ্রি অর্জন করেন।

বিয়ের পর অভিনয় ছেড়ে দেন। এ মাসেই ডাচেস অব সাসেক্স, মেগান মার্কেল তাদের প্রথম পুত্র সন্তানের জন্ম দিয়েছেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply