কুমিল্লা বোর্ডে পুনর্নিরীক্ষণে জিপিএ ৫ পেয়েছে ৬৩ পরীক্ষার্থী

|

কুমিল্লা ব্যুরো
কুমিল্লা শিক্ষাবোর্ডে ৪ শত ৬৪ জন এসএসসি পরীক্ষার্থীর ফলাফল পরিবর্তন হয়েছে। চলতি বছর ১ লক্ষ ৯৩ হাজার ২৯৭ জন শিক্ষার্থী পরীক্ষা দেয়। পাশ করে ১ লক্ষ ৬৪ হাজার ৪৮০ জন শিক্ষার্থী। ফেল করে ২৮ হাজার ৮১৭ জন।

ফলাফলের পর তাদের মধ্যে থেকে ১৫ হাজার ২৭৮ জন এসএসসি পরীক্ষার্থী মান উন্নয়নের জন্য বোর্ড চ্যালেঞ্জ করে। চ্যালেঞ্জে ৪ শত ৬৪ জন শিক্ষার্থীর ফলাফল পরিবর্তন হয়। এছাড়া জিপিএ-৫ পেয়েছে ৬৩ জন এবং পাশ করেছে ৮৯ জন পরীক্ষার্থী।

বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা শিক্ষাবোর্ডের ডেপুটি কন্ট্রোলার মো: শহিদুল ইসলাম বলেন, ফলাফল পরিবর্তনের জন্য ১৫ হাজার ২৭৮ জন এসএসসি পরীক্ষার্থী আবেদন করে। এতে কুমিল্লা শিক্ষার্থীবোর্ডে জিপিএ-৫ এবং পাশ বেড়েছে। এছাড়া বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের ৩ শত ১২ জন শিক্ষার্থীর মান উন্নয়ন হয়েছে।

উল্লেখ্য, গত ৬ মে এসএসসি পরীক্ষার্থীদের ফল প্রকাশ হয়। এতে কুমিল্লা শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষার ফলাফলে তিনটি বিভাগে গড় পাসের হার ছিলো ৮৭.১৬ শতাংশ। এ বছর ১ লাখ ৯৩ হাজার ২৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১ লাখ ৬৮ হাজার ৪৮০ জন। গত বছরের তুলনায় এবার বেড়েছে পাসের হার ও জিপিএ-৫।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply