দশমিনায় লঞ্চে কাটা পড়ে এক জে‌লে নিহত

|

পটুয়াখালী প্র‌তি‌নি‌ধিঃ

পটুয়াখালী জেলার দশমিনা উপজেলায় রাসেল প্লাস লঞ্চে কাটা পড়ে আবু শিকদার (৫৫) না‌মের এক জে‌লে নিহত হয়েছে। শনিবার দুপুরে উপজেলার রণগোপালদী ইউনিয়নের আউলিয়াপুর লঞ্চ ঘাটে এ ঘটনা ঘটে।

নিহত আবু শিকদার রণগোপালদী ইউনিয়নের চরঘুমী গ্রামের দলিল উদ্দিন শিকদারের ছেলে। পেশায় একজন জেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আবু শিকদারসহ আরও একজন লঞ্চের পিছনে নৌকায় ছিলেন। লঞ্চটি আচমকা পিছ‌নে চালানোর সময় নৌকাটি উল্টে যায় এবং আবু শিকদার ল‌ঞ্চের নিচের পাখনায় বেজে কেটে যায়। পরে তা‌কে উঠিয়ে স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্যে পটুয়াখালী ২৫০শয্যা বি‌শিষ্ট হাসপাতাল ম‌র্গে পাঠা‌নো হ‌চ্ছে। পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে। তি‌নি ব‌লেন, অ‌ভিযুক্ত লঞ্চ‌টি আটকানো সম্ভব হয়‌নি।

পটুয়াখালী নৌ-বন্দর কর্মকর্তা খাজা সা‌দিকুল্লাহ ঘটনার সত্যতা স্বীকার ক‌রে জানান, লঞ্চ‌টি আট‌কের চেষ্টা চল‌ছে। পাশাপা‌শি আর যেন এরকম দূর্ঘটনা না ঘ‌টে সে ল‌ক্ষ্যে কাজ শুরু কর‌ছি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply