সাত দিনের ছুটির ফাঁদে বেনাপোল স্থলবন্দর

|

বেনোপোল প্রতিনিধি

শব- ই- কদর ও ঈদুল ফিতরের ছুটির ফাঁদে পড়েছে বেনাপোল স্থলবন্দর। আজ রোববার থেকে টানা সাত দিন বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে দু- দেশের আমদানি- রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামী রোববার থেকে পুনরায় দু-দেশের মধ্যে আমদানি- রফতানি চালু হবে।

তবে আগামীকাল সোমবার কোন ছুটি না থাকলেও ব্যবসায়ীরা ঐ দিনে আমদানি- রফতানি বন্ধ রাখবেন বলে জানিয়েছেন।

আমদানি- রফতানি বন্ধ থাকার কারণে বন্দরের দু- পাশে আটকা পড়েছে শত শত পণ্য বোঝাই ট্রাক। যার অধিকাংশের মধ্যেই রয়েছে বাংলাদেশের গার্মেন্টস শিল্পের কাচামাল।

এ ব্যাপারে বেনাপোল কাষ্টমসের সহকারী কমিশনার উত্তম চাকমা জানান, বেনাপোল কাষ্টমস হাউস শুক্রবার, শনিবার সহ ঈদের ছুটিতে ও খোলা আছে। রাজস্ব আহরনের স্বার্থে বেনাপোল কাষ্টমস হাউস সব সময় খোলা রয়েছে। তবে আমদানি- রফতানির বিষয়টা ব্যবসায়ীদের ব্যাপার। তারা চাইলে ছুটির সময় আমদানি-রফতানি চালু রাখতে পারেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply