আরেকটি মাইলফলকের সামনে মাশরাফি

|

বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু হচ্ছে আজ। আর কিছুক্ষণের মধ্যেই ওভালের দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে নামবেন টাইগাররা। দারুণ দুটি মাইলফলকের সামনে দলপতি মাশরাফি বিন মুর্তজা।

বাংলাদেশের প্রথম অধিনায়ক হিসেবে টানা দুই বিশকাপে দলকে নেতৃত্ব দিতে নামছেন ম্যাশ। ২০১৫ অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপে টাইগারদের নেতা ছিলেন তিনি।

পাশাপাশি বোলিংয়ে আরেকটি মাইলফলকের সামনে মাশরাফি। অধিনায়ক হিসেবে এখন পর্যন্ত ৭৭ ম্যাচে ৯৭ উইকেট শিকার করেছেন তিনি। ফলে দারুণ এক কীর্তি গড়তে যাচ্ছেন নড়াইল এক্সপ্রেস। প্রোটিয়াদের বিপক্ষে আর ৩ উইকেট পেলেই ক্যাপ্টেন হিসেবে ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করবেন তিনি।

ইতিমধ্যে কিংবদন্তি ড্যানিয়েল ভেট্টোরি, কপিল দেব, হিথ স্ট্রিকদের মতো বোলারদের পেছনে ফেলেছেন মাশরাফি। আর ১ উইকেট পেলে ছাড়িয়ে যাবেন ওয়াকার ইউনিসকে। পাকিস্তান গ্রেটেরও উইকেট সংখ্যা ৯৭।

ওয়ানডেতে অধিনায়ক হিসেবে ১০০’র বেশি উইকেট আছে মাত্র তিনজনের। সবার ওপরে আছেন পেস লিজেন্ড ওয়াসিম আকরাম (১৫৮ উইকেট)। সুইং অব সুলতানের পরে আছেন শন পোলক (১৩৪) ও পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খান (১৩১)।

তথ্যসূত্র: ইএসপিএন ক্রিকইনফো


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply