আজ আর মাঠেই নামতে পারছেন না এনগিদি, বড় স্কোরের দিকে বাংলাদেশ

|

দক্ষিণ আফ্রিকার জন্য দুঃসংবাদই বলতে হবে। আজকের ম্যাচে আর বল করতে পারবেন দলটির বোলার লুঙ্গি এনগিদি। বাংলাদেশের বিপক্ষে বল করতে গিয়ে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন আফ্রিকান এই বোলার। দ্রুত মাঠ থেকে হাসপাতালে নেয়া হয় তাকে। পরে জানানো হয় আজ বল করা তার পক্ষে সম্ভব নয়।

আজকের দিনটি অবশ্য শুরু থেকেই ভালো যাচ্ছিল না এনগিদির। তামিম-সৌম্যের পর সাকিব-মুশফিকদের হাতে বেশ নাস্তানাবুদ হতে হচ্ছে তাকে। এক পর্যায়ে অবশ্য মেজাজও হারিয়ে ফেলেন উইকেটের জন্য মুখিয়ে থাকা এই ফাস্ট বোলার।

ম্যাচে শুরুতে তামিম-সৌমের আক্রমণে যখন পাত্তা পাচ্ছিলেন, তখন একবার বল করার পর সেটি ধরে থ্রো করতে গিয়ে তামিমেও ওপর মেরে বসছিলেন অল্পের জন্য। বাংলাদেশি ওপেনার কোনো মতে ব্যাট দিয়ে সেই বল সরাতে সক্ষম হন। এতে ততক্ষণাৎ গ্যালারি থেকে ধুয়ো ধ্বনি শুরু হয় এনগিদির নামে।

চলতি বিশ্বকাপে ইনজুরি অবশ্য বেশ ভোগাচ্ছে সাউথ আফ্রিকানদের। আগের ম্যাচে খেলতে পারলেও ইনজুরির কারণে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ মিস করেছেন দলের সেরা ব্যাটসম্যান হাশিম আমলা। টুর্নামেন্ট শুরুর আগেও একাধিক খেলোয়াড়ের ইনজুরি নিয়ে তটস্থ থাকতে হয়েছে প্রোটিয়াদের।

এদিকে বড় স্কোরের দিকেই আগাচ্ছে বাংলাদেশ। সর্বশেষ খবর অনুযায়ী, ৩৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ২২৩ রান করেছেন মুশফিকরা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply